পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বদন বলিলেন,- “তুমি না যাকের টাকা পাইয়াছিলে? সেইজন্য তোমার না পা কাটা গিয়াছে? মহিষাসুর কি করিয়াছিল?” ছকু উত্তর করিলেন,- “সে ভাই অনেক কথা। বলিলে বিশ্বাস করিবে না!” নবদ্বীপ বলিলেন,- “মহাষ্টমীর রাত্রি। মা পৃথিবীতে আগমন করিয়াছেন। অগণিত ভূত, প্ৰেত, দানা, দৈত্য তাঁহার সঙ্গে আসিয়াছে। অদ্ভুত গল্প শুনিবার সময় এই।” দ্বিতীয় অধ্যায় মাধবের অপমান গল্পটি বলিতে কিনুও অনুরোধ করিলেন। কিছুক্ষণ সাধ্য-সাধনার পর ছকু বলিতে আরম্ভ করিলেন। ছকু বলিলেন,- “চক্ৰধর রায় মহাশয়ের কন্যাকে আমি বিবাহ করিয়াছিলাম। রায় মহাশয় টাকা ধার দিয়া কখনও একপয়সা সুন্দ না ছাড়িয়া, লোকের বাড়ী বঁধা রাখিয়া, তাহার পর তাঁহাদের ভদ্রাসন বেচিয়া ধনবান হইয়াছিলেন। রাঘব হালদার নামে একজন বড়মানুষের ছেলে বদখেয়ালীতে সমুদয় বিষয় নষ্ট করিয়া রায় নিকট আপনার বাড়ী বঁধা রাখিয়াছিল। তাহার পর সে জাল-জুয়াচুরী আরম্ভ । কাবুলী চাকর রাখিয়া তাহাদের দ্বারা সে ডাকাইতি করাইত। অবশেষে জাল করার (অষ্টািরাধে তাহার দ্বীপান্তর হইল। আমার শ্বশুর। মহাশয় তাহার বাড়ী অতি অল্প মূল্যে কৃিদ্ধৃিষ্টিলইলেন। কলিকাতা শহরের উত্তর ধারে বৃহৎ বাড়ী, অনেক জমী, চারিদিকে বাগান, প্রাক্টর দিয়া ঘেরা। আমি সেই শ্বশুরবাড়ীতে থাকিতাম। কিনু জিজ্ঞাসা করিলেন,- “তাের্ঘ্যর পত্নী-বিয়ােগ হইলেও?” ছকু উত্তর করিলেন,- “হাঁ ভাই, পত্নী-বিয়োগ হইলেও কিছুদিন আমি সে স্থানে ছিলাম। কিন্তু আমার পক্ষে সে একপ্রকার নরকভোগ হইয়াছিল। শ্বশুরের রাগে আর শাশুড়ী ঠাকুরাণীর গঞ্জনায় প্ৰাণ আমার অস্থির হইয়াছিল। শাশুড়ী ঠাকুরাণী পরম রূপবতী ছিলেন।” নবদ্বীপ জিজ্ঞাসা করিলেন,- “তোমার স্ত্রী, তার কি প্রকার রূপ ছিল?” ছকু উত্তর করিলেন,- “সে কথা কি আর জিজ্ঞাসা করিতে হয়? কেমন গর্ভে জন্ম। রং কিন্তু একটু কালো ছিল। চকচকে কালো,বার্ণিস জুতার মত, সম্মুখ দিয়া চলিয়া গেলে মনে হইত যেন কালো বিজলী খেলিয়া গেল।” বদন জিজ্ঞাসা করিলেন, — “তাহার পর?” ছকু বলিলেন,- “আমার শ্বশুরদেব পাড়ায় মাধব নামে একজন ভদ্রলোক ছিলেন। তিনি নানা দেশে ভ্ৰমণ করিয়াছিলেন। নানা বিদ্যা শিখিয়াছিলেন। বিলাতী ধরণে তিনি ভূত নামাইতে পারিতেন, গায় হাত বুলাইয়া রোগ ভাল করিতেন। আর সেই বিলাতী ভেলকী— যাহাকে হিপনাটিশ্যাম বলে, তাহাও তিনি জানিতেন!” নবদ্বীগ একটু ইংরাজী জানিতেন। তিনি বলিলেন, হিপনাটসম (hypnotism) বলে। তাহার পর?” ছকু বলিলেন,- “আমার শ্বশুর মহাশয় তাহাকে একঘরে করিলেন। কিন্তু কলিকাতায় কে SSRS দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboicon: