পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রায়মহাশয় উত্তর করিলেন, — “তোমাকে আমি বলিতে ভুলিয়া গিয়াছি। বেণীবাবু মনে করিলেন যে, তুমি বালক, তুমি বিষয় রক্ষা করিতে পরিবে না। সেজন্য তিনি আমার নামে উইল করিয়াছেন। সমুদয় বিষয় তিনি আমাকে দিয়াছেন।” বিজয়ের মাথায় যেন আকাশ ভাঙ্গিয়া পড়িল । তিনি বলিলেন,- “সে কি দাদা। জ্যেষ্ঠ ভাই হইয়া আমাকে আপনি ফাঁকি দিলেন? বেণীবাবু পীড়িত ছিলেন। সে সময় তাহার জ্ঞান ছিল की ।" রায়মহাশয় বলিলেন, — “ও কথা বলিও না। যদি অজ্ঞান অবস্থায় তিনি উইল করিয়া থাকেন, তাহা হইলে সে উইল কোন কাজের নহে। কিন্তু তখন অজ্ঞান ছিলেন না। যাহারা সে সময় উপস্থিত ছিলেন, তাহারা সকলেই সে সম্বন্ধে সাক্ষ্য দিবেন।” বিজয় বলিলেন, — “তবে উইলে আমার নাম না লিখিয়া চুপি চুপি আপনি নিজের নাম বসাইয়া দিয়াছিলেন। বেণীবাবু তাহা জানিতে পারেন নাই।” রাইচরণবাবু বলিলেন, — “উইল আমি নিজের হাতে লিখি নাই। জগজীবনবাবু তাহা লিখিয়াছিলেন। সবরেজিষ্টারের সমক্ষে উচ্চৈঃস্বরে তিনি উইল পাঠ করিয়া বেণীবাবুকে শুনাইয়াছিলেন। যাহারা সে সময় উপস্থিত ছিলেন, তাঁহাদের বরং তুমি জিজ্ঞাসা করিয়া দেখা!” অনেকক্ষণ দুই ভ্ৰাতায় তর্ক-বিতর্ক হইল। বিজয় নিশ্চয় বুঝিলেন যে,দাদা শঠতা করিয়া উইলে নিজের নাম বসাইয়া দিয়াছেন। রুগ্ন অবস্থায় বেণীবাবু তাহা বুঝিতে পারেন নাই। কাঁদিতে কাঁদিতে জ্যেষ্ঠকে তিনি বলিলেন,- “ভাই আপনি বড়ই নিষ্ঠুর কাজ করিলেন। আপনাকে বেণীবাবু কেন বিষয় দিবেন, আপনার কেন তিনি উইল করবেন? আপনার তাহা হইয়াছে। আমাকে অৰ্দ্ধেক বিষয় द्रञ् ।* তাহাতেও রায়মহাশয় সম্মত । স্ত্রীর পরামর্শে বিজয়কে তিনি বাটী হইতে বাহির করিয়া দিলেন। বিজয় কলিকাতা যাইবার নিমিত্তে যাত্রা করিলেন। পথে যাইতে যাইতে তিনি ভাবিলেন, — “গোলোকধামে বেণীবাবুর বাড়ী। বড়ালমহাশয় তাহার কৰ্ম্মচারী। সে স্থানের ভাবটা কিরূপ, একবার তাহা জানিয়া যাই। বিজয় গোলোকধামে গিয়া উপস্থিত হইলেন। লোককে জিজ্ঞাসা করিয়া বরাবর তিনি বেণীবাবুর বাটীতে গমন করিলেন। সে স্থানে গিয়া শুনিলেন যে, তাহার জ্যেষ্ঠ,- বড়ালমহাশয়কে বেণীবাবুর মৃত্যুসংবাদ দিয়াছেন, আর তিনি কিরূপ উইল করিয়াছেন, তাহাও লিখিয়াছেন । বিজয় আরও দেখিলেন; বিড়ালমহাশয় বেণীবাবুর বাড়ীর অনেকগুলি ঘরের মেঝে খনন कदू3िg@gछ्०ा । বড়ালমহাশয় বলিলেন, — “আপনার ভ্রাতা চারিদিন পরে এই বাটীতে আসিবেন। ঘরের মোজে সব নষ্ট হইয়া গিয়াছিল; সেজন্য মেজেগুলি নূতন করিয়া আমি করিতেছি।” সে কথায় বিজয়ের প্রত্যয় হইল না। মেজে খুঁড়িয়া বড়ালমহাশয় যেন কি খুঁজিতেছেন— এইরূপ তাহার সন্দেহ হইল। “অন্ধকার! ঝম-বমি গাছের ভিতরে আমি রাখিয়াছি।” মৃত্যুকালে বেণীবাবু এইরূপ কথা বলিয়াছিলেন। এ কথার কি কোন অর্থ আছে? বিজয় তাহা পাপের পরিণাম sNAls viði (SS BS! ro www.amarboi.com ro w8S