পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিনয় এবার মামার বাড়ী আসে নাই কেন?” মাতুলানী ঈষৎ হাসিয়া উত্তর করিলেন, — “বিনয় এখন স্কুলে পড়িতেছে। স্কুল-কামাই করিয়া সে কিরূপে আসিবো?” মাতুলানীর সেই ঈষৎ হাসি দেখিয়া সুবালা লজ্জায় অধোমুখ হইয়া রহিল। কিছু আর না বলিয়া সে স্থান হইতে সে আস্তে আস্তে প্ৰস্থান করিল। যাহা হউক, কিছুদিন পরে বিনয় মাতুলের বাটীতে আসিল । সুবালা রাগ করিয়া প্ৰথম তাহার সহিত কথা কহে নাই। অনেক বুঝাইয়া বিনয় তাহাকে সান্তুনা করিল। বিনয় বলিল,— “দেখ সুবালা! তুমি যে এখানে আসিয়াছ, তাহা আমি জানিতে পারি নাই। যখন জানিতে পারিলাম, ভখনও আমি আসিতে পারিলাম না। স্কুল-কামাই করিয়া কিরূপে সুবালা বলিল,— “আর বারে কি করিয়া আসিয়াছিলে? বিনয় উত্তর করিল,- “গত বৎসর আমার পীড়া হইয়াছিল। সেজন্য স্কুল-কামাই করিয়া নিয়ত আমি এ স্থানে ছিলাম। এখন আমি ভাল আছি। এখন আর স্কুল-কামাই করিতে পারি भां ।” সুবালা জিজ্ঞাসা করিল,- “তবে আর তুমি আসিবে না? আর আমাদের সেরূপ ঠাকুরপূজা হইবে না?” বিনয় উত্তর করিল,- “বাবা বলিয়াছেন যে, যদি পরিশ্রম করিয়া ভালরূপে পড়া প্ৰস্তুত করিয়া রাখিতে পারি, তাহা হইলে তিনি প্ৰতি শনিবারে এখানে আসিতে দিবেন। অন্যদিনে খুব পরিশ্রম করিয়া আমি থের্ভা করিয়া রাখিব। শনিবার দিন এখানে আসিব । রবিবার দিন থাকিব। সােমবার প্রাতঃর্জািলৈ কলিকাতায় প্রত্যাগমন করিব।” আসিতে লাগিল। পূর্বের ন্যায় ইন্টা করিয়া আমোদ-আহদে সকলে দিনযাপন করিতে এ দিকে রায়মহাশয়ের বাটীতে এবার এক আশ্চৰ্য ঘটনা ঘটিল। ভাদ্র মাসের শেষে পুনরায় খাদা ভূতের উপদ্রব আরম্ভ হইল। একদিন রাত্রিকালে রায় মহাশয়ের বাটীর পূর্বদিকে, বাগানে সহসা দুইবার “মা গো|” এইরূপ শব্দ হইল। কে যেন ভীত হইয়া এইরূপ শব্দ করিল। কেহ কেহ বলিল যে, সে একজনের কণ্ঠস্বর নহে, দুইজনের। একবার “মা গো!” বলিয়া যে শব্দ হইল, তাহা রায়মহাশয়ের বাটীর ঠিক পূৰ্ব্বগায়ে হইয়াছিল। দ্বিতীয় বারে যে “মা গো!” বলিয়া শব্দ, তাহা বাগানের ভিতরে কিছুদূরে হইয়াছিল। দুই শব্দ দুইজনের, একজনের নহে। তাহার দুই তিন ঘণ্টা পরে বাগানের ভিতর হইতে খাদা ভূতের হুহুঙ্কার আসিল। যে সময়ে রায় মহাশয়ের বাগানে “মা গো” বলিয়া শব্দ হইয়াছিল, তাহার অল্পক্ষিণ পরেই গ্রামের ভিতর আর একটি ঘটনা ঘটিল। চপলার ভগিনী-যাহাকে পাগলী বলে, দৌড়িয়া সে বাটী আসিয়া অজ্ঞান হইয়া পড়িল। অনেক কষ্টে যখন লোকে উহার দাঁত-কপাটি ভাঙ্গিল, তখন সে “খাদা ভুত” বলিয়া “আউ-মাউ” করিয়া সে মূচ্ছিত হয়। সমস্ত রাত্রি তাহার এইরূপ হইতে লাগিল । রাত্রিকালে সে কোথা গিয়াছিল, কি দেখিয়া সে ভয় পাইয়াছিল, সে সম্বন্ধে কোন কথা সে दनिष्ठ ख़िब्ल नी। """ firls six g3 xel- www.amarboicom a VAVO