পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

না। সে এক প্রকার মিথ্যা কথা ব্যতীত আর কিছুই নাহে।” বিনয় বলিলেন, — “তবে অন্য কোনরূপ উপায় যদি স্থির করিতে পারি, তাহা আমি ভাবিয়া দেখিব। কিন্তু চারি পাঁচ দিনের নিমিত্ত ধনুকধারীকে তুমি অন্যত্র প্রেরণ করবে।” তাহার পর বিনয় পুনরায় বলিলেন,- “আমি অতিশয় ক্লান্ত হইয়া আছি। কল্য আমি কোন কাজ করিতে পারিব না। পরদিন যাহা হয় একটা করিব। জ্যেঠাইমায়ের ছবি ভাল স্থানে টাঙানো হইয়াছে?” সুবালা জিজ্ঞাসা করিলেন, — “জ্যেঠাই-মা আবার কে?” বিনয় হাসিয়া বলিলেন,— “আশ্চৰ্য্য! ধনুকধারীর কথা শুনিয়া আমি অন্যমনস্ক হইয়াছিলাম। তোমার দিদিমণির সে ছবি টাঙানো হইয়াছে?” সুবালা উত্তর করিলেন,- “উত্তর দিকে যে ঘরে তিনি বাস করিতেন, ছবি এখন সেই ঘরে আছে। কিন্তু আমি শুনিয়াছি যে, মৃত্যুর কয়েক দিন পূৰ্ব্বে দিদিমণি পূৰ্ব্ব দিকে চােরকুঠুরির নিকট ঘরে গিয়াছিলেন। সেই ঘরে তাঁহার মৃত্যু হইয়াছে। আমার ইচ্ছা যে, ছবি সেই ঘরে থাকে ৷” বিনয় বলিলেন, — “কল্য আমি সেই ঘরের প্রাচীরের গায়ে ছবি ঝুলাইয়া দিব!” বাহির-বাটীতে পূৰ্ব্বে যে ঘরে ছিলেন, বিনয় এবারও সেই ঘরে বাস করিতে লাগিলেন। ಆಳ್ತಞ್ಞ! পরদিন অপরাহুে বিনয়, সুবালা ও তাঁহার পি রায়-গৃহিণীর ছবি লইয়া পূৰ্ব্ব দিকের শয়নাগারে গমন করিলেন। কোন স্থানে ছবিটি ভাল দেখাইবে, সেই স্থান তাহারা মনোনীত করিতে লাগিলেন। সুবালার একটি কুকুর ছিল, ১৯ৗম বাঘা; শৈশবকালে সুবালা তাহার প্রাণরক্ষা করিয়াছিলেন। বড় হইয়া সেও র প্রাণরক্ষা করিয়াছিলেন । বাঘা ইহাদের সঙ্গে আসিয়াছিল। ঘরের ভিতর প্রবেশ করিয়া চোরকুঠুরির দ্বারের নিকট দাঁড়াইয়া প্রথম সে ফোঁস ফোঁস করিতে লাগিল। তাহার পর সে গৰ্জ্জন করিয়া উঠিল। বিনয় বলিলেন,- “চােরকুঠুরির ভিতর ইদুর অথবা বিড়ালের গন্ধ পাইয়াছে। সেই জন্য বােধ হয়। কুকুরটা এইরূপ করিতেছে।” পিসীমা বলিলেন,- “গেল যা! কুকুরটার একবার আম্পৰ্দ্ধা দেখ। ঘরের ভিতর প্রবেশ করিয়াছে। সুবালা! তোমার কুকুরকে এত আদর দিও না।” ঈষৎ হাসিয়া সুবালা বাঘাকে বাহিরে যাইতে আদেশ করিলেন। কিন্তু প্ৰথম সে যাইতে সম্মত হইল না। চােরকুঠুরির দ্বারের নিকট দাঁড়াইয়া সে গৰ্জ্জন করিতে লাগিল। পরে সুবালা যখন ধমক দিয়া তাহাকে বাহিরে যাইতে বলিলেন, তখন সে অতি ধীরে ধীরে ঘরের বাহিরে ছবির নিমিত্ত স্থান মনোনীত হইলে বিনয় বলিলেন,- “চাকরের নিকট হইতে পেরেক ও হাতুড়ি লইয়া আসি।” এই বলিয়া তিনি সে ঘর হইতে প্ৰস্থান করিলেন। পিসীমা ও সুবালা সেই ঘরে রহিলেন । সুবালা বলিলেন,- “পিসীমা! এই ঘরের পার্শ্বে যে ঘর, তাহাতে মা, দিদি ও আমি বাস করিতাম। তাহার পর এই ঘরে চপলা ও আমি থাকিতাম।” W»SR frig -ibs gas se - www.amarboicon:5'"