পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করিতেছেন? পাপৰূপ বীজ হইতে সকল দুঃখই উৎপন্ন হয়। সুতরাং পাপ-পুণ্যের বিচার করিয়া যদি দয়া করিতে হয়, তাহা হইলে কাহারও প্রতি দয়া করা হয় না। আমি কে যে, পাপ-পুণ্যের বিচার করিব! সে বিচার ভগবানু করিবেন।” w খাদা ভূত বলিল,— “তোমার মুখশ্ৰী দেখিয়া বোধ হয় যে, তুমি মা, দয়াময়ী। তুমি মা, সাক্ষাৎ ভগবতী। নানা আকারে সেই মহাশক্তি আবির্ভূত হন। রুধিরা-বসনা শ্যামারূপে তিনি বিশ্বসংসারকে চৰ্ব্বণ করেন। গ্রিসনাৎ সৰ্ব্বসত্ত্বনাং কালদন্তোন চৰ্ব্বণাৎ। তদ্রক্তসজেঘা দেবেশ্যা বাসোরূপেণ ভাষিতম।] অনুপূর্ণরূপে তিনি জীবগণকে আহার প্রদান করেন, আবার জগদ্ধাত্রীরূপে তিনি মাতার ন্যায় সকলকে প্রতিপালন করেন। তুমি মা, দয়ারূপিণী মহাশক্তি । তুমি মা, আমার প্রতি কৃপা কর।” সুবালা বলিলেন,- “আপনার কি উপকার করিতে পারি, তাহা বলুন।” খাদা ভূত উত্তর করিল,- “দিন কয়েকের জন্য আমি ঐ অন্ধকার ঘরে লুক্কায়িত থাকিব। প্ৰথম, সেই অনুমতি আমি প্রার্থনা করি।” সুবালা বলিলেন,- “যদি আপনি কাহাকেও বধ করিয়া, অথবা চুরি করিয়া অথবা কোনরূপ দুষ্কৰ্ম্ম করিয়া এ স্থানে আসিয়া থাকেন, তাহা হইলে কি করিয়া আপনাকে আমরা আশ্রয় প্ৰদান করি?” খাদা ভূত উত্তর করিল,— না, মা! সেরূপ কোন মন্দকৰ্ম্ম করিয়া আমি আগমন করি নাই। আমাকে আশ্রয় প্ৰদান করিলে কাহারও বিন্দুমাত্র অনিষ্ট হইবে না। বরং তোমার মঙ্গল হইবে, সুবালা বলিলেন,— “আপনার দুঃখ দূর ক যথাসাধ্য চেষ্টা করিব। কিন্তু দেখুন, আমি সামান্য বালিকা। কর্তৃপক্ষদিগের বিন্যঃ কোন কাজ করা আমার উচিত নহে। বড়ালমহাশয়কে আপনি জানেন? এ স্থাষ্ট্ৰেতিনি আমার রক্ষক ও অভিভাবক। তাঁহাকে না। জিজ্ঞাসা করিয়া আমি কোন উত্তর స్ట్రా? সুবালা বলিলেন,— “বড়ালমহাশয় বৃদ্ধ হইয়াছেন। প্ৰাতঃকালে তিনি কাজে গিয়াছেন। দুই প্ৰহরের পর বাটী প্রত্যাগমন করিয়া আহারাদি করিয়া একটু শয়ন করিয়াছেন। এখন তাঁহাকে আমি ডাকিব না। একঘণ্টা পরে তিনি আপনি উঠিবেন। তখন তাঁহাকে ডাকিয়া আনিব।” চুপ করিয়া বিনয় দুইজনের কথোপকথন শুনিতেছিলেন ও মনে মনে চিন্তা করিতেছিলেন। এক্ষণে তিনি উঠিয়া ঘরের বাহিরে বারাণ্ডায় গমন করিলেন। সে স্থানে সুবালাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, — “নিতান্তই কি তুমি উইল সম্বন্ধে তদন্ত করিবে? উইল সম্বন্ধে কোন কথা উত্থাপন করিয়া আর আবশ্যক কি? এ সম্পত্তি যদি আইনানুসারে তোমার না হয়, তাহা হইলে বিজয়বাবুর হইবে। কিন্তু বিজয়বাবু বড়ালমহাশয়কে লিখিয়াছেন যে, এ সম্পত্তিতে তাঁহার প্রয়োজন নাই। তিনি কোনরূপ আপত্তি করিবেন না। আর আমি নিশ্চয় বলিতে পারি যে, উইল যদি কৃত্রিমও হয়, তাহা হইলে তােমাকে বঞ্চিত করিয়া কিছুতেই তিনি এ বিষয় লইবেন না। তবে উইলের কথা তুলিয়া আর আবশ্যক। কি?” এ সম্পত্তি যদি আইনানুসারে তোমার না হয়, তাহা হইলে বিজয়বাবুর হইবে। কিন্তু বিজয়বাবু বড়ালমহাশয়কে লিখিয়াছেন যে, এ সম্পত্তিতে তাহার প্রয়োজন নাই। তিনি কোনরূপ আপত্তি করবেন না। আর আমি নিশ্চয় বলিতে পারি যে, উইল যদি কৃত্রিমও হয়, তাহা হইলে তোমাকে বঞ্চিত করিয়া কিছুতেই তিনি এ বিষয় লাইবেন না। তবে উইলের কথা তুলিয়া আর আবশ্যক কি?” পাপের পরিণাম দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com ~ oy