পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খাদা ভূত অন্ধকার ঘরের ভিতর প্রবেশ করিল। বিনয় মাঝের দ্বার বন্ধ করিয়া দিলেন। তাহার পর বারেণ্ডাতে গিয়া বড়ালিনীকে ডাকিবার নিমিত্ত একজন চাকরকে তিনি আদেশ করিলেন। বড়ালিনী উপস্থিত হইলেন। বসিবার নিমিত্ত সুবালা মাদুর পাতিয়া দিলেন। সুবালা বলিলেন, — “বড়াল-দিদি। এই ঘরে দিদিমণি প্ৰাণত্যাগ করিয়াছেন। তাঁহার ছবি আমি এই ঘরে রাখিব। ভাল হইবে না, বড়াল-দিদি?” বিনয় বলিলেন,- “চুপি চুপি কথা কহ। ঐ অন্ধকার ঘরে কে আছে। সে যেন শুনিতে না। পায় ।” বড়ালিনী চুপি চুপি বলিলেন,- “ছবি এখানে রাখিলে উত্তম হইবে।” সুবালাও আস্তে আস্তে কথা কহিতে লাগিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন,- “শেষ অবস্থায় - দিদিমণি আমার নাম করিতেন?” বড়ালিনী উত্তর করিলেন, — “তোমার নাম করিবেন না? তোমার নাম তাহার জপমালা হইয়াছিল। তোমাকে বিষয় লিখিয়া দিতে পারিলেন না, সেজন্য তাঁহার দুঃখের সীমা ছিল না।” বিনয় সহসা জিজ্ঞাসা করিলেন,- “উইলে তবে কে সহি করিয়াছিল?” অন্যমনকভাবে বড়ালিনী বলিয়া ফেলিলেন, — “কেন, আমি— ” এই কথা বলিয়াই তিনি চমকিত হইলেন। কথা ফিরাইতে চেষ্টা করিলেন । তিনি বলিলেন,- “তা, এ সকল বিষয় আমি কি জানি, বল । স্ত্রীলোক। আমরা গরিব মানুষ। উইলোয় কথা আমরা কি জানি। যখন উইল হয়, সে স্থানে উপস্থিত ছিলাম না। ডাক্তারের সম্মুখ বাহির না হইলে চলিত না। তাহার সম্মুখে বাহির হইতাম। উইল করিবার সময় দুইজন উকীল উপস্থিত আমি সে স্থানে ছিলাম না। কিন্তু আমি শুনিয়াছি যে, উকীল উইল লিখিয়াছিল, ৰু ণী তাঁহাতে সহি কারিয়াছিলেন।” পঞ্চম অধ্যায়। প্রকৃত বিবরণ বিনয় বলিলেন,- “বড়াল-দিদি! আর গোপন করিলে চলিবে না। এখন সামান্য একটু কথার সূচনা হইয়াছে, ক্রমে সমস্ত কথা প্ৰকাশ হইয়া পড়িবে। তখন বড় বিপদ ঘটিবে; এমন কি, এ বিষয়ে যাহারা লিপ্ত আছেন, তাহাদিগকে হয়তো জেলে যাইতে হইবে। তুমি স্ত্রীলোক, তোমার বয়স হইয়াছে। এই বৃদ্ধবয়সে তোমাকে এবং বড়ালমহাশয়কে যদি জেলে যাইতে হয়, তাহা হইলে বড়ই দুঃখের বিষয় হইবে।” বড়ালনীর হাত-পা কাঁপিতে লাগিল। কিন্তু মুখে তিনি বলিলেন, — “আমি কি জানি, তাই! আমি কি বলিব? আমাকে জেলে দিতে হয়, দাও; কাটিয়া ফেলিতে হয় ফেল; আমি কিছুই জানি না ।” বিনয় সঙ্কেত করিলেন। অন্ধকার ঘর হইতে পুনরায় অন্ধকার খোনা স্বরে কে বলিয়া পৃথ্বীপের পরিণাম sNAls viði (SS BS! ro www.amarboi.com ro Rox