পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাহা। শূলিনী অসুরমর্দিােন যুদ্ধপ্রিয়ে ত্ৰাসয় ইফট স্বাহা। শূলিনি দেবসিদ্ধপ্ৰপূজিতে নন্দিনি রক্ষ রক্ষ মহাযোগেশ্বরি ইফট স্বাহা ইত্যাদি। কিন্তু সোন-বীেয়ের দোষে সমুদয় পরিশ্রম বিফল হইল । বীরু আসিয়া আমাকে ধরিয়া ফেলিল। তুমি দৌড়িয়া আসিলে। আমাকে তোমরা বাধিয়া ফেলিলে। রাজাবাবুকে সচেতন করিলে। তোমরা পশু, নিষ্ঠুর, ধৰ্ম্মাধৰ্ম্ম-জ্ঞানশূন্য। তোমরা বুঝিলে না যে, আমি সাক্ষাৎশিব। “শৃদ্ৰো বা যদি বান্যোহপি চণ্ডালোহপি জটাধৱঃ। দীক্ষিতঃ শিবমন্ত্রেণ, সি ভস্মাঙ্গী শিবো ভবেৎ৷” তোমরা আমার নাসিকা ছেদন করিলে । রক্তাক্ত কলেবারে আমি শিবমন্দিরে প্রত্যাগমন করিলাম। দেখিলাম যে, সে স্থানে সোনা-বীে গিয়া ভূমিতে শয়ন করিয়া রোদন করিতেছেন। তুমি, বড়ালমহাশয়, বলিয়া দিয়াছিলে যে,-এ গ্রামে পুনরায় আমাকে দেখিলে, অথবা আদালতে আমি কোনরূপ অভিযোগ উপস্থিত করিলে, তোমরা আমার প্রাণবধ করিবে। আমি বিদেশী, সহায়হীন, নিধন। তাহার পর সোনা-বীে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে স্বীকৃতা হইলেন না। নিরুপায় হইয়া প্রাণভয়ে আমি পলায়ন করিলাম। সোনা-বীে আর কোথায় যাইবেন, তিনিও আমার সঙ্গে গমন করিলেন। প্রথম আমরা কাশী যাইলাম। সে স্থানে রাজাবাবু গিয়া উপস্থিত হইলেন। তাঁহার ভয়ে কাশী হইতে বেরেলি নামক স্থানে আমরা পলায়ন করিলাম। সে স্থান হইতে আলমোড়া ও তাহারােধর টেহরি গমন করিলাম। নানা দেশ ভ্ৰমণ করিয়া অবশেষে আমরা জলন্দর নামক য়া উপস্থিত হইলাম। রাজাবাবু আর আমাদের সন্ধান পাইলেন না । 9. সোনা-বৌয়ের সহিত রাত্রিদিন আমার ভক্তি একেবারে লোপ হইল। চুকচি হইতে লাগিল। আমার প্রতি তাহার র ভৎসনায় জীবন আমার অসহ্য উঠিল। আমি শুনিলাম যে, কাঙ্গাড়া নামক স্থানে র চিকিৎসক আছে। রণজিৎ সিংহের রাজত্বকালে রাজদণ্ডে অনেকের নাসিকা কর্তিত । চিকিৎসকগণ ললাটের চৰ্ম্মখণ্ড লইয়া নূতন নাসিকা প্ৰস্তুত করিয়া দিত। নূতন নাসিকা লাভ কামনায় সোনা-বীেয়ের গহনাগুলি লইয়া একখানি এক্কা ভাড়া করিয়া কাঙ্গাড়া অভিমুখে আমি যাত্ৰা করিলাম। পথে এক্কাওয়ালা সমুদয় গহনাগুলি কাড়িয়া লইল ও গুরুতর প্রহারে মৃত্যুবৎ করিয়া এক নিৰ্জ্জন স্থানে আমাকে ফেলিয়া গেল। সংজ্ঞােলাভ করিয়া আমি গ্রামের ভিতর প্রবেশ করিলাম। ঘোর কৃষ্ণকায় নাসিকা-বিহীন ব্যক্তিকে দেখিয়া গ্রামের কুকুরগণ। আমাকে তাড়া করিল, বালকগণ ঢ়িল বর্ষণ করিতে লাগিল, গৃহস্থগণ দূর দূর করিয়া আমাকে তাড়াইয়া দিল। কেহই আমাকে ভিক্ষা প্ৰদান করিল না। ক্ষুধা-তৃষ্ণায় জৰ্জরীভূত হইয়া আমি জ্বালামুখী গিয়া পৌছিলাম। সে স্থানে একদল সন্ন্যাসী আমার প্রতি কৃপা করিয়া আশ্রয় প্রদান করিলেন। তাঁহাদের সহিত আমি তীৰ্থপৰ্যটনে প্ৰবৃত্ত হইলাম । যয়োরেব সমং বিত্তং যয়োরেব সমং কুলম। তয়োর্মৈগ্ৰী বিবাহশ্চ ন তু পুষ্টবিপুষ্টয়োঃ৷ এইরূপে কিছুকাল কাটিয়া গেল। ভাদ্র মাস। রাত্রিকাল। দক্ষিণদেশে এক ধৰ্ম্মশালায় আমি শয়ন করিয়া আছি। সহসা আমার নিদ্ৰাভঙ্গ হইল। আমি উঠিয়া বসিলাম। সম্মুখে দেখিলাম যে, রাজাবাবু দণ্ডায়মান আছেন। আমি অতিশয় ভীত হইলাম। কিন্তু রাজাবাবু আমাকে আশ্বাস RSSR află cios (gs se - www.amarboicom**