পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্বন্ধে এ প্রতারণা কেহ জানিতে পরিবে না। তুমি কেন প্ৰকাশ করিবে?” সুবালা উত্তর করিলেন, — “আমি বুঝিয়াছি, কেন তুমি আমাকে এরূপ পরামর্শ দিতেছ। হায়রে টাকা! উন্নতচিত্ত লোকেরাও ইহার জন্য বিপথগামী হয়!” একটু হাসিয়া বিনয় পুনরায় জিজ্ঞাসা করিলেন,- “নগদ টাকা ও কোম্পানীর কাগজ কি করিবে?” সুবালা উত্তর করিলেন,- “কড়ায়-গণ্ডায় তাহাকে বুঝাইয়া দিব।” বিনয় জিজ্ঞাসা করিলেন,- “তুমি পথের ভিখারিণী হইবে?” সুবালা উত্তর করিলেন,- “হাঁ।” বিনয় বলিলেন,- “দরিদ্রের কোন স্থানে সম্মান নাই। তোমাকে সকলে অশ্রদ্ধা করিবে।” সুবালা বলিলেন, — “তাহা আমি জানি। ধনীর মাথায় ধরা ছাতি, নির্ধনের মাথায় মারো লাথি, পৃথিবীর নিয়মই এই। তা বলিয়া পরের দ্রব্য আমি অপহরণ করিতে পারি না। কেহ। আমাকে কিছু প্ৰদান করুক,—এরূপ কামনাও কখন আমি করি না। নীচপ্রবৃত্তিবিশিষ্ট লোকেরাই ইচ্ছা করে যে, অমুক আমাকে কিছু প্ৰদান করুক। আমার পিতা গরীব ছিলেন। কিন্তু তিনি অসত্যবাদী, প্রতারক, ভিক্ষুক অথবা চোর ছিলেন না। নিতান্ত আত্মীয় লোকও তাহাকে কিছু দিলে তিনি বিরক্ত হইতেন। মা বলিতেন যে, “যাহারা অন্য লোকের নিকট হইতে কিছু পাইব,-এরূপ প্রত্যাশা করে, ভগবান চিরকাল তাহাদিগকে পরপ্রত্যাশী করিয়া রাখেন।’ আমি তাহদের কন্যা।” পুনরায় ঈষৎ হাসিয়া বিনয় বললেন—“আজকন্তর্জাির্ক খরচ না করিলে কন্যার বিবাহ হয় না । তোমাকে যদি কেহ বিবাহ না করে?” 9 সুবালার মুখ রক্তবর্ণ হইয়া উঠিল। অন্তৰ্ভুবনত গােড়া ঘন ঘন খুঁড়তে লাগিলেন। কিছুক্ষণুগুল্পী এই প্ৰথম ঝগড়া হইল । বিনয় জিজ্ঞাসা করিলেন,- “তোমার ভরণ-পোষণ কিরূপে হইবে?” সুবালা উত্তর করিলেন, — “পিসীমাকে আমার কােকা মহাশয় চিরকাল প্ৰতিপালন করিয়াছেন। একমুষ্টি ভাত আমাকেও তিনি দিবেন। তাঁহার বাড়ীতে না হয় আমি দাসী হইয়া থাকিব ।” কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া বিনয় বলিলেন, — “রাগিলে মানুষকে যে এত সুন্দর দেখায়, তাহা আমি জানিতাম না। রক্তবর্ণ কাগজ-নিৰ্ম্মিত চীনদেশীয় লণ্ঠনের ভিতর হইতে যেরূপ আলোক নিৰ্গত হয়, তোমার কোপাবিষ্ট মুখমণ্ডল হইতে সৌন্দৰ্য্যের জ্যোতি সেইরূপ বাহির হইতেছিল। সত্যপথ হইতে বিচলিত করিবার বাসনায় তোমাকে আমি এত কথা বলি নাই। চপলার সমস্যা ব্যতীত এই সমুদয় অদ্ভুত ঘটনার ভিতর আরও একটি রহস্য আছে। তাহাও একদিন প্রকাশিত হইবে। যখন তাহা প্ৰকাশিত হইবে, তখন তুমি বুঝিতে পরিবে যে, তোমার এই সামান্য সম্পত্তি একদিন আমি লাভ করিব, সে লোভ আমি কখন করি নাই। তাঁহাদের আমি একমাত্র পুত্ৰ। তোমার সম্পত্তির আকাজক্ষা তাঁহারা করেন না। তোমার তুলনায় পৃথিবীর যাবতীয় ধনরত্নকে আমি কাষ্ঠ লোষ্ট্রের ন্যায় জ্ঞান করি । তোমার নিকট, সুবালা, আমার এই মিনতি যে, তুমি আমাকে নরাধম জ্ঞান করিও না।” दनिनन-"जाभि दिवाश्ॉनल्ड प्रश्ना র ঝগড়া হইয়াছিল। বড় হইয়া দুইজনে আজ ԳՀo দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comাির্ড”********