পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায়। বৃদ্ধ বৈবাহিক সুবালা বলিলেন,- “পাপকৰ্ম্ম করিলে এইরূপ ফলই হয়।” বিনয় বলিলেন;- “আর অধিক বলিব না। পুণ্ডরীক সম্বন্ধে কেবল আর একটি গল্প বলিব। হাটখোলায় এক বৃদ্ধ ব্ৰাহ্মণ ছিলেন। দােকানে সামান্য মুহুরিগরি করিয়া তিনি দিনপাত করতেন। একটি শিশুকন্যা রাখিয়া তাঁহার পত্নীর পরলোক হইয়াছিল। অতি যত্নে বৃদ্ধ সেই কন্যাটিকে প্রতিপালন করিতেছিলেন । প্ৰাণ অপেক্ষা কন্যাটিকে তিনি ভালবাসিতেন ! তাহার বিৰাহকাল উপস্থিত হইল rপুণ্ডরীকের কনিষ্ঠ পুত্রের সহিত ঘটকে সম্বন্ধ করিল। বৃদ্ধ ব্ৰাহ্মণের অল্প শুচিবাই ছিল ; তিনি ভাবিলেন যে,— ‘বরের পিতা ভট্টাচাৰ্য ব্ৰাহ্মণ, পৌরোহিত্য ব্যবসা! তাহার ঘরে অখাদ্য-কুখাদ্য যায় না। এরূপ ঘরে পড়িলে কন্যা আমার শুদ্ধাচারে থাকিবে। ভট্টাচাৰ্য মহাশয় ধনবান লোক। কন্যা সুখেও থাকিবো।” কিন্তু ব্ৰাহ্মণ যদি একটু তদন্ত করিয়া দেখিতেন, তাহা হইলে পূৰ্ব্বে দুই বৈবাহিকের সহিত তিনি কিরূপ ব্যবহার করিয়াছেন, তাহা জানিতে পারিতেন। বৃদ্ধ ব্ৰাহ্মণ হাবা-গোবা লোক ছিলেন। ঘটকেরা যাহা বলিল, তাহাই তিনি বিশ্বাস করিলেন। কন্যা সুখে থাকিবে,—এই প্রতাশ্যায় পুণ্ডৱীক যাহা বলিলেন, বৃদ্ধ তাঁহাই দিতে স্বীকৃত হইলেন। কিন্তু সেই সমুদয় গহনা, দান-সামগ্ৰী প্রভৃতি আহরণ করিতে ব্ৰাহ্মণ সৰ্ব্বস্বান্ত হইলেন। এমন কি, তাঁহাকে ঘটি-বাটি বিক্রয় করিতে হইয়াছিল । পুরাতন একজোড়া শাল ছিল, তাহা পৰ্যন্ত ব্ৰাহ্মণকে বিক্ৰয়(ক্টািরতে হইয়াছিল। যাহা হউক, বিবাহ হইয়া গেল। প্ৰাতঃকালে) ধর-কন্যা লইয়া বরযাত্ৰিগণ চলিয়া গেল । ব্ৰাহ্মণ মনে করিলেন যে,- “কন্যাদায় হইসে আমি উদ্ধার পাইলাম, এখন হইতে আমি নিশ্চিন্ত হইলাম। কিন্তু একঘণ্টা *్వణి লোক দৌড়িয়া আসিয়া বলিল যে,-“পুঞ্জয়ীক ভট্টাচাৰ্য মহাশয় নব-পুত্রবধূকে ঘৰ্বোিচতুলিতেছেন না, কি গোল হইয়াছে। শীঘ্র আপনি চলুন ! গাড়ীর ভিতৱ আঁহার কন্যা বসিয়া আছে; প্রতিবেশীর যে চাকরাণী তাহার সঙ্গে আসিয়াছিল, সে তাহার নিকটে আছে। বাটীর ভিতর প্রবেশ করিয়া দেখিলেন যে, পুণ্ডৱীক কোলের নিকট বাক্স রাখিয়া আছেন। কন্যাকে বৃদ্ধ যে গহনাগুলি দিয়াছিলেন, পুণ্ডৱীক নিক্তিতে সেইগুলি বার বার ওজন করিয়া দেখিতেছেন ও কষ্টিপাথরে ঘসিয়া তাহার সোনা পরীক্ষা করিতেছেন । বৈবাহিককে দেখিয়া তিনি বলিলেন যে,- “ওজনে ঠিক আছে, কিন্তু সোনা ঠিক নহে! এ গিনি সোনা অপেক্ষ নিকৃষ্ট সোনা। আপনি আমাকে গিনি সোনার অলঙ্কার দিতে অস্বীকৃত श्याश्टुिलन।' বৃদ্ধ ব্ৰাহ্মণ উত্তর করিলেন,- “সে কথা সত্য। পরে তাহার মীমাংসা হইবে; কিন্তু আপাততঃ আ-ধনার পুত্রবধু দ্বারে গাড়ীতে বসিয়া আছে। তাহাকে বাটীর ভিতর আনয়ন করুন। যথারীতি বল্পণাদি করিতে স্ত্রীলোকদিগকে আজ্ঞা করুন।” পুণ্ডরীক উত্তর করিলেন,- “এ কথার মীমাংসা না হইলে আপনার কন্যা আমি ঘরে লাইব না। ইচ্ছা হয় আপনার কন্যাকে আপনি লইয়া যাউন। পুত্রের আমি পুনৰ্ব্বার বিবাহ দিব। এরূপ শঠ। জুয়াচোরের কন্যাকে আমার প্রয়োজন নাই।’ বৃদ্ধ ব্ৰাহ্মণ উত্তর করিলেন– “আমি শঠ। জুয়াচাের নই। গিনি সোনা দিয়া গহনা গািড়তে "*" frts via gas xel - www.amarboicom a GSRS