পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুবালা বলিলেন, —“উইল প্রকৃত নহে।” বিজয়বাবু উত্তর করিলেন,- “উইল প্রকৃত কি কৃত্রিম, তাহা আমি শুনিতে ইচ্ছা করি না; তাহা আমি জানিতে ইচ্ছাও করি না; আমি এই জানি যে, আমার জ্যেষ্ঠভ্রাতা এবং আমার ভ্ৰাতৃজায়া তোমাকে এই সম্পত্তি দিতে ইচ্ছা করিয়াছিলেন। তাঁহাই আমার পক্ষে যথেষ্ট।” সুবালা বলিলেন, — “আইন অনুসারে সম্পত্তি যদি আমার না হয়, তাহা হইলে পরের সম্পত্তি আমি লইব কেন?” এমন সময়- (ာ်) “হায়! হায়! হায়! হায়!" (ČS বিজয়বাবু ও সুবালার কর্ণকুহরে। সহসা এই কথা প্ৰবেশ করিল। -পুনরায়—“হা আমি হতভাগিনী! হায় হায়! হায়!” বামা-কণ্ঠস্বর। বারেণ্ডা হইতে নিদারুণ খেদোক্তি । হৃৎপিণ্ড ভেদ করিলে যেরূপ প্রবলবেগে রক্তধারা নিৰ্গত রূপ বক্তার ব্যথিত বক্ষঃস্থল বিদীর্ণ করিয়া যেন এই বিলাপবাক্যগুলি বাহির হইতেছিল। বিজয়বাবু জিজ্ঞাসা করিলেন, — “ও কে?” সুবালা উত্তর করিলেন, — “জানি না। অপরিচিত লোক। চলুন, গিয়া দেখি।” ঘর হইতে বাহির হইবার সময় সুবালা দেখিলেন যে, অন্ধকার ঘরের দ্বার খোলা রহিয়াছে। দ্বারে তিনি শিকল দিয়া দিলেন। সুতরাং বিনয় সে ঘর হইতে আর বাহির হইতে পারিলেন না। sNAls viði (SS BS! ro www.amarboi.com ro