পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পায় যাহা হইল, তাহা আমি কি বলিব! “পলায়ন করিয়া আমি আমার ঘরের ভিতর প্রবেশ করিলাম। অন্য একখানি কাপড় পরিধান করিলাম। সম্মুখের টাকা-কড়ি, গহনা-পত্ৰ যাহা কিছু পাইলাম, তাহা লইয়া বাটী হইতে বাহির হইলাম। শিবের মন্দিরে গিয়া মাটিতে পড়িয়া কাঁদিতে লাগিলাম । “কিছুক্ষণ পরে গুরুদেব গিয়া সেই স্থানে উপস্থিত হইলেন। দেখিলাম যে, তোমরা তাঁহার নাসিকা কৰ্ত্তন করিয়াছ। তাঁহার বক্ষঃস্থল রক্তে ভাসিয়া যাইতেছে। একখানি কাপড় ছিড়িয়া জলে ভিজাইয়া আমি তাঁহার মুখে বঁাধিয়া দিলাম। তিনি নালিশ করিবার প্রস্তাব করিলেন। আমি তাহাতে সম্মত হইলাম না । “প্রাণভয়ে গুরুদেব এ গ্রাম হইতে পলায়ন করিলেন। পিতৃকুলে, মাতুলকুলে, কোন কুলে আমার স্থান ছিল না। আমি তাঁহার সঙ্গে গমন করিলাম। প্ৰথমে আমরা কাশী যাইলাম। ক্রমে হিমালয় পৰ্ব্বতে গিয়া উঠিলাম। সে স্থানে বড় শীত। দূরে আবৃত শ্বেতবর্ণের। পৰ্ব্বতশ্রেণী দেখিতে পাইলাম। তাহার পর পাহাড় হইতে নামিয়া নানাদেশে ভ্ৰমণ করিয়া বৃহৎ একটি নগরে গিয়া পৌছিলাম। “ক্রমে আমার চক্ষু উনীলিত হইল। আমি যে অতি মহাপাতকে পাতাকিনী হইয়াছি, তাহা আমি বুঝিতে পারিলাম। ইহ-জীবনে এ পাপের ক্ষমা নাই, তাহা জানিয়া আমি হতাশ হইয়া পড়িলাম। 'এ জীবনে আমাকে কেহ আর আদর করিবে না। সকলেই আমাকে দূর দূর করিবে।” —এই সমুদয় ভাবিয়া-চিন্তিয়া ঘোর প। আমার হৃদয় দগ্ধ হইল । কালাবাবাকে গুরু বলিতে আর আমার প্রবৃত্তি হইল না। ঘোর শক্ৰ, সে যে আমার সর্বনাশ করিয়াছে তাহা আমি বুঝিতে পারিলাম। রাত্রি দ্বিনির্মামি তাহাকে তিরস্কার করিতে লাগিলাম। আহা! রাজাবাবু, কেন তুমি সে কালসৰ্পকে ঘুরে “সেই পিশাচ, আমার গহনা ও লুক্কুড়ি যাহা ছিল, তাহা লইয়া একদিন গােপনে প্ৰস্থান লোকের কথা আমি বুঝিতে পারি না, তাহারাও আমার কথা বুঝিতে পারে না। সহায়হীনা, অর্থহীনা, অনাথিনী হইয়া আমি পথে পথে ঘুরিতে লাগিলাম। ভাগ্যক্রমে সে দেশের এক ব্ৰাহ্মণী আমার প্রতি কৃপা করিয়া তাঁহার ঘরে স্থান দিলেন। ব্ৰাহ্মণ-ব্ৰাহ্মণী গরীব। তাহারা যেরূপ শুল্ক রুটী আহার করিতেন, আমাকেও তাহা খাইতে দিতেন। কয়েক মাস অতি কষ্টে তাহাদের ঘরে আমি দিনপাত করিলাম।” তৃতীয় অধ্যায় ঝমােঝমির গাছ সোনা-বীে বলিতেছে,- “রাত্রিকাল। এক দিন আমি নিদ্রা যাইতেছি। সহসা আমার নিদ্রা ভঙ্গ হইল। চক্ষু চাহিয়া আমি দেখিলাম যে, রাজাবাবু, তুমি আমার সম্মুখে দণ্ডায়মান রহিয়াছ। তাড়াতাড়ি আমি উঠিয়া বসিলাম। আনন্দের আর সীমা রহিল না। আমি ভাবিলাম যে, তুমি পাপের পরিণাম। sNAls viði (SS BS! ro www.amarboi.com ro 8