পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জলপ্লাবিত মাঠে লইয়া গিয়াছিল এবং সে তাঁহাকে কিরূপ কথা বলিয়াছিল, ধীরে ধীরে সমস্ত পরিচয় বিজয়বাবু প্রভৃতিকে তিনি প্ৰদান করিলেন। ধনুকধারীর কু-ব্যবহার শুনিয়া বিজয়বাবু চুপ করিয়া রহিলেন। লজ্জায় ও ঘূণায় কিছুক্ষণ অধােবদন থাকিয়া বড়ালমহাশয় বলিলেন,— “সুবালা দিদি। পাষণ্ডের সকল কথা তোমাকে আমি বলি নাই। বলিব বা কি করিয়া? কারণ পূৰ্ব্বে আমি এ সব কথা শুনি নাই। যেদিন তোমরা আমাকে উইলের বিষয় জিজ্ঞাসা করিয়াছিলে, সেই দিন ঘরে গিয়া গৃহিণী আমাকে ধনুকধারীর গুণের পরিচয় প্রদান করিয়াছিলেন। শুনিলাম যে উইল সম্বন্ধে ভয় দেখাইয়া সৰ্ব্বদাই সে তাহার পিসীর নিকট হইতে টাকা-পয়সা লাইত। একদিন টাকা না পাইয়া সে তাঁহাকে মারিতে পৰ্যন্ত গিয়াছিল। যাহা হউক, সব শেষ হইয়া গিয়াছে। এখন দিদি, তুমি তাহাকে ক্ষমা কর।” নিদারুণ ক্লেশ ভোগ করিয়া, ঘোর ভয়ে ভীত হইয়া, অনেকক্ষণ আৰ্দ্ধবস্ত্ৰে থাকিয়া সুবালা সেই রাত্ৰিতে জ্বর দ্বারা আক্রান্ত হইলেন। বিজয়বাবুর আদেশে বড়ালমহাশয় থানায় সংবাদ দিয়াছিলেন। পুলিশের অনুমতি পাইয়া মৃতদেহ দুইটির তিনি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করাইলেন। বিজয়বাবুর আজ্ঞায় চেন-সম্বলিত খাদা ভূতের নাসিকা গঙ্গাজলে নিক্ষিপ্ত হইল। সুবালার জ্বর বৃদ্ধি হইতে লাগিল। ক্রমে বিকারে পরিণত হইল। পীড়া অতিশয় কঠিন হইয়া উঠিল। দুই চারি দিনের জন্য সকলকে তাহার আশা পরিত্যাগ করিতে হইয়াছিল। সপরিবারে আসিয়া উপস্থিত হইলেন। আত্মীয়-স্থােষ্ট্র ঘিরিয়া রহিল। কায়মনঃপ্ৰাণে সকলে সুবাহুয়ািসব আবাল-বৃদ্ধ নর-নারী সুবালার জন্য ডাকিতে লাগিল । ভগবানের কৃপায় সুবালার রোগ উপশম হইল। ভগবানের কৃপায় তাহার প্রাণরক্ষা হইল । সুবালা তখনও বড় দুৰ্ব্বল। এইরূপ অবস্থায় তিনি বালিশ ঠেস দিয়া বসিয়া আছেন; করিতেছেন। সুবালা তাঁহাদের কথোপকথন শুনিতেছেন। এমন সময় বিনয় তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন, — “বাবা! খাদা ভূত বলিয়াছিল যে, রাজাবাবু ভূত হইয়া তাহার সহিত অনেকবার সাক্ষাৎ করিয়াছিলেন। সোনা-বীেও সেই কথা বলিয়াছিলেন। রাজাবাবু সত্য কি ভূত হইয়াছেন? ভূত হইয়া সত্যই কি তিনি এই দুই জনের সহিত বার বার সাক্ষাৎ করিয়াছিলেন?” বিজয়বাবু কি উত্তর প্রদান করেন, তাহা শুনিবার নিমিত্ত সাতিশয় আগ্ৰহসহকারে সকলে কান পাতিয়া রহিলেন। বিজয়বাবু বলিলেন,- “না; রাজাবাবু যে ভূত হইয়াছেন, তাহা আমার বিশ্বাস হয় না। এই পৃথিবীতে অনেক লোক বিকৃতমস্তিষ্কের সহিত জন্মগ্রহণ করে। তাঁহাদের মধ্যে অনেকে বড় হইয়া ধৰ্ম্ম, রাজনীতি, সমাজসংস্কার অথবা অর্থে পাৰ্জ্জন— এই কয় বিষয়ের এক বিষয় লইয়া পাগল হয়। কিন্তু সে সীমা অতিক্ৰম করিলে মানুষকে ক্ষিপ্ত বলিতে পারা যায়, সে সীমা তাহারা অতিক্রম করে না। সেজন্য সহজ মানুষের ন্যায় থাকিয়া তাহারা সংসারযাত্রা নিৰ্ব্বাহ 9zeg elfjei27 sNAls viði (SS BS! ro www.amarboi.com ro cove)