পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম গল্প প্ৰথম পরিচ্ছেদ সূচনা ডমরুধর বলিলেন,- “এই যে দুর্গোৎসবটি, এটি তোমরা সামান্য জ্ঞান করিও না । কিন্তু এখনকার বাবুদের সে বোধ নাই। বাবুৱা এখন হাওয়াখোর হইয়াছেন। দেশে হাওয়া নাই, বিদেশে গমন করিয়া বাবুরা হাওয়া সেবন করেন, আর বাপ-পিতামহের পূজার দালান ছুচো-চামচিকাতে অপরিষ্কার করে।” লম্বোদর বলিলেন,- “সত্য কথা! সেকালে পূজার সময় লোকে বিদেশ হইতে বাড়ী আসিত। বন্ধু-বান্ধবের সহিত মিলিত হইত। যাহার যেমন ক্ষমতা মায়ের পূজা করিত, গরীবদুঃখীরা অন্ততঃ একসরা খয়ে-মুড়কি ও দুইটা নারিকেল-নাড়ু পাইত।” শঙ্কর ঘোষ বলিলেন,- “শুনিয়াছি যে, করা এক নূতন ব্যবসা হইয়াছে। একটি প্রতিমা খাড়া করিয়া বন্ধু-বান্ধবদিগকে ণ করে, পরে তাঁহাদের কান মলিয়া প্ৰণামি আদায় করে। পূজা করিয়া অনেকে দুই প্ৰয়সী উপাৰ্জন করে।” ডমরুধর বলিলেন,- “তাহাতে মারুফুল্লীর্ষ কি? পূজার সময় আমি আমার আবাদের প্ৰজাগণকে নিমন্ত্ৰণ করি। ভক্তিভাবে মােয়র পাদপদ্মে তাহারা যদি কিছু প্ৰণামি প্ৰদান করে, ষ্ট্রক, বিলক্ষণ ঠেকিয়া এই দুর্গোৎসবটি আরম্ভ করিয়াছি। আমি এখন বুঝিয়াছি যে, ভগবতীর আরাধনা করলে ধন-সম্পদ হয়।” পুরোহিত বলিলেন, — “তে সম্মত জনপদেষু ধনানি তেষাং তেষাং যশাং সি ন চ সীদন্তি ধৰ্ম্মবৰ্গঃ। হে দেবী। তুমি যাহার প্রতি কৃপা কর, জনপদে সে পূজিত হয়; তাহার ধন ও যশ হয়, তাহার ধৰ্ম্ম অক্ষুন্ন থাকে।” কলিকাতার দক্ষিণে একখানি গ্রামে ডমরুধারের বাস। প্ৰথম বয়সে তিনি নিতান্ত দরিদ্র ছিলেন। অনেক কৌশল করিয়া, সাধ্যমতে একটি পয়সাও খরচ না করিয়া তিনি এখন প্ৰভূত ধনশালী হইয়াছেন। অন্যান্য সম্পত্তির মধ্যে সুন্দরবনের আবাদে তাঁহার এখন বিলক্ষণ লাভ হইয়াছে। ডমরুধর এখন পাকা ইমারতে বাস করেন। পূজার পঞ্চমীর দিন সন্ধ্যার পর দালানে, যেস্থানে প্রতিমা হইয়াছে, সেই স্থানে গল্পগাছা প্রসঙ্গে এইরূপ কথাবাৰ্ত্ত হইতেছিল। ডমরুধর পুনরায় বলিলেন,- “হাঁ! মা আমাকে ঘোরতর বিপদ হইতে রক্ষা করিয়াছিলেন। সেই বিপদে পড়িয়া, একান্ত মনে মাকে ডাকিয়া আমি বলিয়াছিলাম, মা! তুমি আমাকে এ সঙ্কট হইতে পরিত্রণ কর। তাহা করিলে প্রতি বৎসর আমি তোমার পূজা করিব।” লম্বোদর বলিলেন,- “তুমি তো কেবল তিন বৎসর পূজা করিতেছ। এ তিন বৎসরের ভিতর তোমাকে তো কোন বিপদে পড়িতে দেখি নাই। বরং তিন বৎসর পূৰ্ব্বে এই বৃদ্ধবয়সে ডমরু-চরিত ԳԵՏ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro