পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গহনার বাক্স লইয়া এস।” কেনা চাকরের নিকট গহনার বাক্স আমি রাখিয়াছিলাম । গহনার বাক্স সে লইয়া আসিল । আমার নিকট হইতে চাবি লইয়া বাক্স খুলিয়া ঘটকী কন্যার গায়ে পরাইতে বসিল। বাম হাতে তাগা, জসম, তাবিজ, বাজু চুড়ি ও বালা পরাইল। কন্যার কালো গায়ে সোনা ঝকঝকি করিতে লাগিল। শাশুড়ী ঠাকুরাণী চক্ষুর জলের ভিতর দিয়া আড়ে আড়ে চাহিয়া দেখিতে লাগিলেন । তাহার কান্নার সুর ক্রমে ঢ়িলে হইয়া আসিল, আমার রূপবর্ণনাও কিঞ্চিৎ শিথিল হইল। এখন তিনি বলিলেন, — “ওগো মা গো! কালীঘাটের কালী ঠাকুরের মত তোর যে মুখখানি গো!” এবার এই পৰ্যন্ত হইল। যখন অপর হস্তে সমুদয় গহনা পরানো হইল, তখন তিনি বলিলেন,- “ওগো মা গো! কালীঘাটের কালী ঠাকুরের মত—।” এবার এই পৰ্যন্ত হইল। যখন গলার গহনা পরানো হইল, তখন চক্ষু মুছিয়া একবার ভাল করিয়া দেখিলেন। তাহার পর কান্নার সুরে বলিলেন,- “ওগো মা গো! কালীঘাটের- ” এবার এই পৰ্যন্ত। এইরূপে ক্রমেই কান্নার সুর মৃদু ও ছন্দ পাপড়িভাঙ্গা হইয়া আসিল। অবশেষে কন্যা যখন সমুদয় ভূষণে ভূষিত হইল, তখন তিনি উঠিয়া বসিলেন, দুইবার চক্ষু মুছিয়া বলিলেন,-“তা হউক! আমার এলোকেশী সুখে থাকিবে।” শুভদিনে শুভক্ষণে আমার বিবাহ হইয়া গেল। পরদিন কন্যা লইয়া আমি গৃহে প্ৰত্যাগমন করিলাম। কিন্তু দুঃখের কথা বলিব কি-সেই কৃষ্ণুস্বাক্ষসীর বােল সকলে নুন সুফিয়া আমি একটু বুঝিয়া-সুঝিয়া খরচপত্র করি আমাকেও “পিত্তি-র ক্ষো” বলে । আমার জন্য এখন ভোরে ভোরে তিনি বসুদের আমাদের কাটী গঙ্গার যেমন গঙ্গা কোথায় লাগে! সন্ন্যাসী আমার কত টাকা নষ্ট করিয়াছিল? সে কথায় এখন আর প্রয়োজন কি? কিন্তু চিরকাল আমি কপালে-পুরুষ, আমার সৌভাগ্যক্রমে এই সময় স্বদেশী হিড়িকটি পড়িল। আমি এক স্বদেশী কোম্পানী খুলিলাম। পূৰ্ব্বদেশের এক ছােকরাকে চারিদিকে বক্তৃতা করিতে পাঠাইলাম। তাহার বক্তৃতার ধমকে শত শত গরীব কেরাণী স্ত্রীর গহনা বেচিয়া শেয়ার কিনিল; শত শত দীনদরিদ্র লোকও ঘটি-বাটি বেচিয়া আমার নিকট টাকা পাঠাইল । তারপর-ঐঃ-ঐঃ-ঐঃ-ঐঃ গলায় কিরূপ কফ বসিয়াছে। লম্বোদর বলিলেন,- “কফ কাশীতে অ্যাবশ্যক কি? স্পষ্ট বল না। কেন যে, সমুদয় টাকাগুলি তুমি হাম করিয়াছ। তাহার পর, দেশশুদ্ধ লোক এখন মাথায় হাত দিয়া কাঁদিতেছে।” ডমরুধর বলিলেন, — “ভাগ্যবান পুরুষদিগের টাকা একদিক দিয়া যায়, অন্যদিক দিয়া আসে। যাহা হউক, মা দুৰ্গা আমাকে সেই সন্ন্যাসি-সঙ্কট হইতে উদ্ধার করিয়াছিলেন। সেই অবধি প্রতি বৎসর আমি মা দশভূজার পূজা করি।” পুরোহিত বলিলেন, — “যদি বাপি বিরো দেয়ত্ত্বয়াম্মাকং মহেশ্বরি । সংস্মৃত সংস্মৃত ত্বং নাে হিংসেথায় পরমাপদঃ৷ s ঈীয় স্নান করেন। কিন্তু যাই বল আর যাই কও, KN আর কোন গঙ্গার নয়; হরিদ্বার, প্রয়াগ, বৃন্দাবনের छaाद्धम्–कृछि sNAls viði (SS BS! ro www.amarboi.com ro AGł