পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছেচিয়া গিয়াছিল। তখন সরকেল মহাশয় অজ্ঞান হইয়া মাটিতে পড়িয়া রহিলেন। সিন্দুক নীচে গেল। সিন্দুক সদরবাড়ীর উঠানে আসিয়া উপস্থিত হইল। আমি দেখিলাম যে, মাটি হইতে চারি-পাঁচ হাত উপরে শূন্যপথে সিন্দুক আপনাআপনি সদরদ্বার অভিমুখে গমন করিতেছে। তাড়াতাড়ি দালান হইতে নামিয়া আমি একটি আংটা ধরিয়া টানিতে লাগিলাম। সেই সময়ে সরকেল মহাশয়ের দারোয়ান রামগোপাল সিংও আসিয়া সিন্দুকের অপর পার্শ্বের আংটা ধরিয়া ফেলিল। সিন্দুক তৎক্ষণাৎ ভূতলে পতিত হইয়া দ্বারবানের পা ছেচিয়া দিল। সে মাটিতে নাই। আমার পায়ে পড়িলে আমি মারা যাইতাম। এ নিশ্চয়ই ভীেতিক ব্যাপার, এইরূপ বুঝিয়া আমি আর সিন্দুক ধরিয়া রাখিতে চেষ্টা করিলাম না। সদর-দরজায় উপস্থিত হইয়া সিন্দুক গুরুভাবে তাঁহাতে আঘাত করিতে লাগিল। তিন ঘায়ে সদর-দরজা ভাঙ্গিয়া ফেলিল। সদরদ্বারা ভাঙ্গিয়া সিন্দুক শূন্যপথে গ্রাম পার হইয়া মাঠের দিকে যাইতে লাগিল। গভীর রাত্রিতে ভয়ানক শব্দ শুনিয়া গ্রামের লোক মনে করিল যে, “সরকেল মহাশয়ের বাড়ীতে ডাকাত পড়িয়াছে। লাঠিসোটা লইয়া প্রতিবেশিগণ দৌড়িয়া আসিল, কিন্তু তখন সিন্দুক গ্রামের প্রান্তভাগে গিয়া উপস্থিত হইয়াছিল। এই সময় আর একটি অদ্ভুত ঘটনা ঘটিল। সরকেল মহাশয়ের গৃহে ও নিকটস্থ প্রতিবেশীদিগের গৃহে হাতা, বেড়ি, কড়া, দা, কুড়ুল, ছুরি, কঁচি যাহা কিছু লোহার দ্রব্য ছিল, সমুদয়ুৰ্বোহির হইয়া সন্য সন্ন শব্দে শূন্যপথে সিঁদুকের পশ্চাৎ ধাবিত হইল। তাহার পর যাহা হাঁটুকু উইিহ বলিলে তােমরা হয় তাে বিশ্বাস করিবে না, অতএব চুপ করিয়া থাকাই ভাল।” @ရှ်လှို’ লম্বোদর বলিলেন,- “বিশ্বাস করি না। ভৃঙ্কুলেই O ক্টেভিতর প্রবেশ করিয়া যখন তােমাদের সম্মুখে খ্রিষ্টীকরিয়াছিলে। তখন পুকুরে গিয়া কেলে হাঁড়ি মাথায় লম্বোদর উত্তর করিলেন, — “বাঘ দেখি নাই। বাঘ বাঘ বলিয়া একটা গোল পড়িয়াছিল, তাহা শুনিয়াই গাড়ী হইতে লাফাইয়া পলায়ন করিয়াছিলাম।” শঙ্কর ঘোষ বলিলেন,- “না না, – বিশ্বাস করিব না কেন? তাহার পর কি হইল বল।” উপস্থিত। অন্যান্য ব্যক্তিগণও অনেক সাধ্য-সাধনা করিলেন। তখন ডমরুধর পুনরায় বলিতে আরম্ভ করিলেন । W আমার কোমরে তখন বড় একথোলো চাবি থাকিত। কিন্তু তখন কেবল আমার দুইটি বাক্স ছিল। লোকে মনে করিবে যে, ইহার অনেক টাকা আছে, টাকা রাখিতে স্থান হয় না, তাই অনেক বাক্স করিতে হইয়াছে, ঐ চাবিগুলো সেই সব বাক্সের। দেখ লম্বোদর! সত্য সত্য লোকের টাকা না থাকুক, একটা জনরব উঠিলেই হইল যে, অমুকের অনেক টাকা আছে। কাহাকেও একটি পয়সা দিতে হয় না। মুখবন্ধ গুড়ের কলসীর নিকট কত মাছি থাকে। তাহারা একফোঁটাও গুড় খাইতে পায় না, তথাপি আশেপাশে ভ্যান ভ্যান করে। সেইরূপ যদি লোকে শুনিতে পায় যে, আসিয়া ভ্যান ভ্যান করে, সে হাই তুলিলে তুড়ি দেয়। বিশেষতঃ আমার হাই। আমার হাই তোলা দেখিলে মানুষের প্রাণ শীতল হয়। হাই তুলিয়া একবার সকলকে দেখাই । brobr দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboicomo