পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিন্তু এ সব কুমীরকে আমরা গ্ৰাহ্য করি না। এবার আমার আবাদের নিকট এক বিষম কুমীরের আবির্ভাব হইয়াছিল। গন্ধমাদন পৰ্ব্বতে কালনিমের পুকুরে যে কুন্তীর হনুমানকে ধরিয়াছিল, ইহা তাহা অপেক্ষাও ভয়ানক, গঙ্গাদেবী যে মকরের পীঠে বসিয়া বায়ু সেবন করেন, সে মকরকে এ কুমীর একগালে খাইতে পারে। পৰ্ব্বতপ্ৰমাণ যে গজ সেকালে বহুকাল ধরিয়া কচ্ছপের সহিত যুদ্ধ করিয়াছিল, সে গজ-কচ্ছপকে এ কুমীর নস্যা করিতে পারে। ইহার দেহ বৃহৎ তালগাছের ন্যায় বড়, ইহার উদর এই দালানটির মত, অন্যান্য কুমীর জীব-জন্তুকে ছিড়িয়া ভক্ষণ করে কিন্তু এ কুমীরটা আস্ত গরু, আস্ত মহিষ গিলিয়া ফেলিত। রাত্ৰিতে সে লোকের ঘরে ও গোয়ালে সিঁদ দিয়া মানুষ ও গরু-বাছুর লইয়া যাইত। লাঙ্গুলো জল আনিয়া দেওয়াল ভিজাইয়া গৰ্ত্ত করিত। ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হইয়া পড়িল । আঘাতে নীেকা ডুবাইয়া আরোহীদিগকে ভক্ষণ করিতে লাগিল। সে নিমিত্ত এ পথ দিয়া নীেকায় যাতায়াত অনেক পরিমাণে বন্ধ হইয়া গেল । এই ভয়ানক কুন্তীরের হাত হইতে কিরূপে নিকৃতি পাই এইরূপ ভাবিতেছি, এমন সময় সমক্ষে সে গিলিয়া ফেলিল। এই নীেকায় এক ভদ্রলোক কলিকাতা হইতে সপরিবারে পূৰ্ব্বদেশে যাইতেছিলেন। নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে, তাহার গৃহিণীর সৰ্ব্বাঙ্গ হইলে ইহার পেট চিরিয়া এই গহনাগুলি বৃষ্টি করি লাভ হইবে । స్త్ర এইরূপ চিন্তা করিয়া আমি ব: গুঞ্জয় গমন করিলাম। বড় একটি জাহাজের নম্বর কিিনয়া উকো ঘষিয়া তাহাতে ধার করিলাম, তাহার পর যে কাছিতে মানোয়ারি জাহাজ বাধা থাকে, সেইরূপ এক কাছি ক্রিয় করিলাম। এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম । আবাদে আসিয়া শুনিলাম যে, কুমীর আর একটা মানুষ খাইয়াছে। চারিদিন পূৰ্ব্বে এক সাঁওতালনী এককুড়ি বেগুন মাথায় লইয়া হাটে বেচিতে যাইতেছিল। সে যেই নদীর ধারে গিয়াছে, আর কুমীর তাঁহাকে ধরিয়া বেগুনের ঝুড়ির সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে, তাহাতে সাঁওতাল প্ৰজাগণ ক্ষেপিয়া উঠিয়াছে; বলিতেছে যে, আবাদ ছাড়িয়া তাহারা দেশে চলিয়া যাইবে । আবাদে আসিয়া নাঙ্গরটিকে আমি বঁড়শী করিলাম। তাঁহাতে জাহাজের কাছি বধিয়া দিলাম, মাছ ধরিবার জন্য লোকে যে হাতসূতা ব্যবহার করে, বৃহৎ পরিমাণে এও সেইরূপ হাতসূতার ন্যায় হইল। নাঙ্গরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গাঁথিয়া নদীর জলের নিকট বাধিয়া দিলাম। কাছির অন্যদিক একগাছে পাক দিয়া রাখিলাম, তাহার পর পঞ্চাশ জন সবল লোককে নিকটে লুক্কায়িত রাখিলাম। বেলা তিনটার সময় আমাদের এই সমুদয় আয়োজন সমাপ্ত হইল। বঁড়শীতে মহিষের বাছুর বিধিয়া দিয়াছিলাম সত্য, কিন্তু তাহার প্রাণ আমরা একেবারে বধ করি নাই। নদীর ধারে দাড়াইয়া সে গা গা শব্দে ডাকিতে লাগিল, তাহার ডাক শুনিয়া সন্ধ্যার ঠিক পূৰ্ব্বে সেই প্ৰকাণ্ড কুমীর আসিয়া উপস্থিত হইল। তাহার লেজের ঝাপটে পৰ্ব্বতপ্রমাণ brðR sig ofiż 35 g35 RFG a www.amarboi.com 90777oJo"7**P*PFEFFR