পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এলোকেশীর স্বভাবটা কিছু উগ্র। তাহাতে তৃতীয় পক্ষের স্ত্রী। জানালা বন্ধ করিয়া আমি পুনরায় শয়ন করিলাম। পরদিন রাত্ৰিতেও সেইরূপ হইল। প্রতি রাত্ৰিতে সেইরূপ উপরে একটা, নীচে একটা, দুইটা আমির উপদ্রব হইল। আমি ভাবিলাম যে, প্রতি রাত্ৰিতে আমার “ঘরে গৌতম বাহিরে গীেতম” হইতে লাগিল, এ তো ভাল কথা নহে! চতুর্ভুজ বলিলেন, — “এবার আমাকে ঠকাইতে পরিবে না। আমি জানি— “অহল্যা দ্ৰৌপদী কুন্তী তারা মন্দাদরী তথা । পঞ্চকন্যাঃ স্মরেনিত্যং মহাপাতকনাশনম৷” পুরোহিত বলিলেন,- “সকল প্রাণীর সৌন্দৰ্য্য লইয়া ব্ৰহ্মা অহল্যাকে সৃষ্টি করিয়াছিলেন। “বস্যা ন বিদ্যতে হল্যং তেনাহিতে্যুতি বিশ্রুত ।” চতুর্থ পরিচ্ছেদ কাৰ্ত্তিকের কাধে বাঘ ডমরুধর বলিতে লাগিলেন, — দুইটা আমির উ জ্বালাতন হইলাম। দিনকতক সুন্দরবনে আমার আবাদে গিয়া বাস করি, এইরূপ করিয়া আমি সুন্দরবনে আবাদে গমন করিলাম । এই সময় সেই স্থানে এক বাঘূেরউল্প উপদ্রব হইয়াছিল। গরু বাছুর মানুষ খাইয়া সকলকে বড় জ্বালাতন করিয়াছিল। মন্ত্রক্টলে বাঘের মুখ বন্ধ করিবার নিমিত্ত একদিন বৈকালবেলা আমি এক ফকিরের নিকৃষ্ট্রyগমন করিতেছিলাম। পথে নানাস্থানে শুষ্ক ঘাস ও বৃক্ষপত্র পড়িয়াছিল। একস্থানে শুষ্কৰ্পত্রের ভিতর ছিদ্রের ন্যায় কি একটা দেখিতে পাইলাম। নিকটে যাইবামাত্র হুস করিয়া আমি এক গভীর গৰ্ত্তের ভিতর পড়িয়া যাইলাম। সৰ্ব্বনাশ! দেখি না, সেই গৰ্ত্তের ভিতর প্রকাণ্ড এক কেঁদো বাঘ রহিয়াছে। মুহুৰ্ত্তমধ্যে সকল কথা আমি বুঝিতে পারিলাম। বাঘ ধরিবার নিমিত্ত ধাঙ্গড় রেওতগণ গভীর গৰ্ত্ত করিয়া তাহার উপর পাতানাতা চাপা দিয়া রাখিয়াছিল। বাঘ সেই গৰ্ত্তে পড়িয়া গিয়াছিল। আর উঠিতে পারিতেছিল না। আমিও সেই গৰ্ত্তে পড়িয়া যাইলাম। গৰ্ত্তে পড়িয়া ব্যাঘের বিকট বদন দর্শন করিয়া আমার আত্মাপুরুষ শুকাইয়া গেল। আমি মনে করিলাম যে, ক্ষুধাৰ্ত্ত বাঘ এইবার আমাকে ছিড়িয়া খাইবে। প্ৰাণ ভরিয়া আমি মাকে ডাকিতে লাগিলাম। কারাতিকলে ইদুর পড়িলে যেরূপ ছট্‌ফটু করে, প্রাণভয়ে গৰ্ত্তের ভিতর আমি সেইরূপ করিতে লাগিলাম। বলিব কি ভাই, আমার উপর মা দুর্গার কৃপা! এক আশ্চৰ্য্য উপায়ে তিনি আমাকে রক্ষা করিলেন। আমি যেরূপ ফাঁদে পড়িয়াছিলাম, ব্যাঘও সেইরূপ ফাঁদে পড়িয়াছিল। ফাঁদে পড়িয়া আমার যেরূপ ভয় হইয়াছিল, তাহারও সেইরূপ ভয় হইয়াছিল। আমাকে ভক্ষণ না করিয়া, এক লাফ দিয়া সে আমার কাঁধের উপর উঠিল। আমার কাধে চড়িয়া যখন সে কতকটা উচ্চ হইল, তখন আর একলাফে সে গৰ্ত্তের উপর গিয়া উঠিল। তাহার পর বনে পলায়ন করিল। সন্ধ্যার পর ধাঙ্গড়েরা আসিয়া গৰ্ত্তের ভিতর হইতে আমাকে উঠাইল । তাহাদের সঙ্গে আমি।” brSo দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com"ির্ভীক” ”সখিৰ