পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পড়িলাম ও নদীর অভিশাপের কথা ভাবিতে লাগিলাম। কিছুক্ষণ পরে কে যেন আমার মাথায় ও মুখে জল দিতেছে এইরূপ বোধ হইল। তাহাতে শরীর কিঞ্চিৎ সুস্থ হইল। চক্ষু চাহিয়া দেখিলাম,- কি আশ্চৰ্য্য, এ আবার কি? দেখিলাম যে, ছােটখাটাে একটি নূতন ভূত আসিয়া সেবাশুশ্রুষা করিতেছে। আমি উঠিয়া বসিলাম। তৎক্ষণাৎ ভূতটি কিছুদূরে পলায়ন করিল। আমার মাছটি সে চুরি করে নাই। মাছটি সেই স্থানে পড়িয়াছিল। মাছটি লইয়া ধীরে ধীরে আমি আমাদের গ্রাম অভিমুখে আসিতে লাগিলাম। নূতন ভূতটি দূরে দূরে আমার সঙ্গে সঙ্গে আসিতে লাগিল। সে আমার নিকট হইতে মাছ চাহিল না। কোন কথাই বলিল না। দেখিলাম, সে অতি ভােলমানুষ ভূত। আরও দেখিলাম যে, অতি ভীত স্বভাবের ভূত। একবার আমি ডাকিলাম, আর অমনি সে ভয়ে দূরে পলায়ন করিল। একবার আমি হাঁচিলাম, আর অমনি সে পলায়ন করিল। একবার একখানি গ্রামে কুকুর ডাকিয়া উঠিল, অমনি সে গ্ৰাম হইতে অনেক দূরে গিয়া দাঁড়াইল। কিন্তু সে একেবার আমাকে ছাড়িয়া গেল না। ভয় পাইয়া একবার পলায়ন করে, তাহার পর পুনরায় আসিয়া উপস্থিত হয়। এরূপ ভীরু স্বভাবের ভূত কখনও দেখি নাই। তখন আমি বুঝিলাম, মহাদেব যে আমাকে একটি ছােটখাটাে ভালমানুষ ভূত দিবেন বলিয়াছিলেন, এটি সেই ভূত। অবশেষে আমি তাহাকে বলিলাম,- “দেখ ভালমানুষ ভূত। তুমি আমার উপকার করিয়াছ, তুমি আমার প্রাণরক্ষা করিয়াছ। আমার সহিত তুমি চল, দুইখানা ভাজামাছ তোমাকে আমি ঘরে গিয়া এলোকেশীকে আমি মাছটি দিলাম। রান্নাঘরে এলাকেশী মাছ ভজিতে লাগিল । রান্নাঘরের ঘুলঘুলি দিয়া ভূতটি হাত বাড়াইল । ক আমি বলিলাম,- “পুনরায় কাল এস, গুঞ্জ পুষ্করিণীতে চুপি চুপি হাতসূতা ফেলিয়া একটি য় মাছটি আনিয়া এলোকেশীকে দিলাম। বলা বাহুল্য যে, আমি নিজের পুকুরের মাছ খরচ করি না, তাহা আমি বিক্রয় করি। সন্ধ্যার পর এলোকেশী যখন মাছ ভজিতেছিল, তখন আমি রান্নাঘরে গমন করিলাম। আমার সাড়া পাইয়া ভূতটি ঘুলঘুলি দিয়া হাত বাড়াইল। তাহার হাতে আমি মাছ দিলাম। এইরূপ প্রতিদিন খুদিরামের পুকুর হইতে গোপনে মাছ ধরিয়া ভূতটিকে আমি খাইতে দিতে লাগিলাম। ষষ্ঠ পরিচ্ছেদ এলোকেশীর রূপমৗধুরী একদিন এলোকেশী সহসা আমাকে জিজ্ঞাসা করিল,- “মাছ ভাজিবার সময়, প্রতিদিন তুমি রান্নাঘরে এস কেন? দিনের বেলা না আনিয়া প্রতিদিন সন্ধ্যার সময় পুকুর হইতে তুমি মাছ লইয়া এস কেন? ঘুলঘুলির নিকট গিয়া কাহার সহিত তুমি চুপি চুপি কথাবাৰ্ত্তা কর? দুর্লভীকে ԵrՀՀ দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comািকস্তানার্থ রচনা সংগ্ৰহ