পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এলোকেশীকে লইয়া ঘরকন্না কর। তাহার পর কৈলাসে গমন করিও।” এলোকেশী এই সময় ক্লান্ত হইয়া পড়িল। আর তাহার হাত চলিল না। সেজন্য সে যাত্রা আমার প্রাণ বাঁচিয়া গেল । দেখ লম্বোদর ভায়া! মা দুৰ্গা কি বলিয়াছিলেন, তাহা তোমার মনে আছে তো? অতি সংক্ষেপে তিনি আমাকে পূজা করিতে বলিয়াছেন। এ বৎসর পূজার কোন উপকরণ আমি ক্রয় করিব না। গণেশের ইন্দুরের কাপড়টুকু পৰ্যন্ত দিব না। সমুদয় গঙ্গাজল দিয়া সারিব। মায়ের আজ্ঞা! তাহা ব্যতীত আমাদের এই ঘোষেদের কাটিগঙ্গার জল অতি পবিত্র। তাহা অপেক্ষা বহুমূল্য পদার্থ পৃথিবীতে আর কি আছে? পুরোহিত বলিলেন,- “তোমার পূজা তাহা হইলে এ বৎসর ঋষিশ্রাদ্ধের ন্যায় হইবে।” লম্বোদর জিজ্ঞাসা করিলেন, — “ঝষিশ্ৰাদ্ধ কিরূপ?” পুরোহিত উত্তর করিলেন,- “অজাযুদ্ধে ঋষিশ্রাদ্ধে প্ৰভাতে মেঘডম্বরে। দম্পত্যোঃ কলহে চৈব বহুবারম্ভে লঘুক্রয়া।” দুইটি ছাগলে বিবাদ হইলে যখন তারা আরক্তনয়নে শৃঙ্গ তুলিয়া দণ্ডায়মান হয়, তখন বোধ হয়, এবার বুঝি বিশ্বব্ৰহ্মাণ্ড রসাতলে যাইবে। কিন্তু শেষে কেবলমাত্র একটি ঠিস। ঋষিদিগের শ্ৰাদ্ধে বিশজন ব্ৰাহ্মণে ক্ৰমাগত কলার খোলা কাটিতে থাকেন। মনে হয়, কত ধুমধাম না হইবে। কিন্তু ঐ খোলা কাঁটাই সার। এ দুর্গোৎসবেও দেখিতেছি, কেবল প্রতিমা, ঢোল ও গঙ্গাজল।” ডমরুধর বলিলেন, — “মায়ের আজ্ঞা! ভাল মনে দিয়াছেন। আমি আমার আবাদের দুইজন ধাঙ্গড়কে তাহাদের সেই চেপটা মাদল আনিয়ী পূজার সময় বাজাইতে বলিয়াছি। তাহাদিগকে কিছু দিতে হইবে না। দুইবেলা ভাত দিলেই হইবে। পূজার কয়দিন আমার বাড়ীতে রান্না হইবে না। পূজার লোকের বাড়ীতে নিমন্ত্রণ খাইয়া আমরা ಙ್॰" বুঝিয়াছ তো?” Y. লম্বোদর উত্তর করিলেন,- “ বুঝিয়াছি, কিন্তু এ পূজা তোমার না করিলে কি নয়?” মুখ কুঞ্চিত করিয়া নাকি সুরে ডমরুধর উত্তর করিলেন,- “তুমি তো বলিলে! কিন্তু পূজা যদি না করি, তাহা হইলে লোকের কােছ হইতে প্ৰণামীটি কি করিয়া আদায় করি? পুরোহিত অতি মৃদুস্বরে বলিতে লাগিলেন, — “কাৰ্ত্তিকেয়ং নমস্যামি গৌরীপুত্ৰং সূতপ্ৰদম্।। ষড়াননং মহাভাগং দৈত্যদর্পনিসূদনমূ৷” brSU frig -ibs gas se! - www.amarboiconfig" *