পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহার পর বলিল,- “এতদিন পরে বেটাকে আজ ধরিয়াছি। ফাঁক পাইলেই আসে-যায়, ধরিতে আর পারি না। আজ বেটাকে ধরিয়াছি। ইয়ারকি দিতে জায়গা পাও না, আমার ঘরে ইয়ারকি। হাড় গুড়া করিয়া এখানে আজ পুতিব!” এই কথা বলিয়া সে পুনরায় আর দুইটা কিল মারিল। আমি বলিলাম,- “আমি বিদেশী লোক। তোমার ঘরে আমি কখনও আসি নাই; আজি বিপদে পড়িয়া এ স্থানে আসিয়াছি।” ধাঙ্গড় বলিল,— “বিদেশী লোক! গ্ৰীষ্মকালে মোড়লদের পুকুরে ফেটিজালে কে মাছ ধরিতেছিল? মাঝিনীকে কে একরাশি চুনোমাছ দিয়াছিল? কেন দিয়াছিলি, তা কি আমি বুঝিতে द्वि ना?” এই কথা বলিয়া আবার দুইটা কিল মারিল। আমি বলিলাম,-- আমি কখনও ফেটিজালে মাছ ধরি নাই। আমি ভদ্রলোক। মিছামিছি বিনা দোষে আমাকে মারি কেন? ধাঙ্গড় বলিল,- “ভদ্রলোক! ভদ্রলোকের ঐ রকম টাকা হয়! ভদ্রলোকের ঐ রকম কিস্তৃতকিমাকার চেহারা হয়! আর মাঝিনীর পসন্দা; আমাকে পসন্দ হয় না, তোকে পসন্দ!” এই কথা বলিয়া সে পুনরায় আরও দুইটা কিল মারিল। আমি দেখিলাম যে, কথা কহিলেই দুইটা করিয়া কিল খাইতে হয়। তাহার পর, দারুণ প্ৰহার বরং সহ্য হয়, কিন্তু সে যে আমাকে কুৎসিত বলিল, সে কথা আমার প্রাণে সহ্য হইল না। আমি চুপ করিয়া রহিলাম। কিন্তু নীরব থাকিয়াও নিস্তার পাইলাম না। ফ্ৰেং করিল, তাহার পর আমার কাপড়-চোপড় কুড়ি য়া চল্লিীর্ম। অতি ক্লেশে বহুদূর একখানি গ্রামের নিকট গিয়া উপস্থিত হইলাম। এক তো রাত্রি হইয়াছে, তাহার পর উলঙ্গ, এ অবস্থায় সে গ্রামের ভিতর প্ৰবেশ করিলাম না। মনে করিলাম যে, প্ৰাতঃকালে কাহারও নিকট হইতে একখানি ছেড়া খোড়া গামছা চাহিয়া লইব । সেইখানি পরিয়া আপনার গ্রামে যাইব । নিকটে একটি বাগান দেখিতে পাইলাম। নারিকেল গাছ-বেষ্টিত শান-বাঁধা ঘাটবিশিষ্ট তাহার ভিতর একটি পুষ্করিণী ছিল। দারুণ প্ৰহারে শরীরে আমার বিষম বেদনা হইয়াছিল। ঘাটের চাতালে আমি শয়ন করিলাম। ঘোর ক্লেশে নিদারুণ প্ৰহারে শরীরে আর আমার কিছু ছিল না। অল্পক্ষণ পরেই আমি নিদ্রায় অভিভূত হইয়া পড়িলাম। কখন রাত্রি অবসান হইয়াছিল, তাহা আমি জানিতে পারি নাই। সহসা “ভূত! ভূত!” চীৎকার শুনিয়া আমার নিদ্রাভঙ্গ হইল। আমি চাহিয়া দেখিলাম যে, প্ৰাতঃকাল হইয়াছে; সূৰ্য উদয় হইয়াছে? অন্য দিকে চাহিয়া দেখিলাম যে, জনকয়েক স্ত্রীলোক সেই পুষ্করিণীতে জল লইতে আসিয়াছিল। সেই উলঙ্গ অবস্থায় আমাকে দেখিয়া “ভূত! ভূত!” বলিয়া চীৎকার করিতে করিত পলায়ন করিতেছে। তাহাদের কোমর হইতে কলসী পড়িয়া ভাঙ্গিয়া গেল। কিছুদূরে মাঠ হইতে কয়েক জন পুরুষমানুষ “কি হইয়াছে। কি হইয়াছে” বলিয়া দৌড়িয়া আসিল। bróbr দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comস্থিািক "*******