পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

না। আসল টাকার মুখও কেহ দেখিতে পাইল না। জনকয়েক আমাদের নামে নালিশ করিল। শঙ্কর ঘোষ চমৎকার এক হিসাবের বহি প্ৰস্তুত করিয়া কাছারীতে দাখিল করিলেন। লাভ দূরে থাকুক, হিসাবে লোকসান প্ৰদৰ্শিত হইয়াছিল। কোম্পানী “লিমিটেড” ছিল। মোকদ্দমা ফাঁস হইয়া গেল। আমাদের কাহারও গায় আঁচড়টি পর্যন্ত লাগিল না। অনেকগুলি টাকা লোকে দিয়াছিল। বলা বাহুল্য যে, সে টাকাগুলি সমুদয় আমি লইলাম। শঙ্কর ঘোষ ভাগ চাহিল। আমি তাহাকে বুঝাইয়া বলিলাম,- “হিসাবের বহি তুমি নিজে হাতে প্ৰস্তুত করিয়াছ। তাঁহাতে তুমি লিখিয়াছ যে, লোকসান হইয়াছে। কোম্পানী ফেলা হইয়া গিয়াছে। টাকা আর কোথা হইতে আসিবে। বরং যাহা লোকসান হইয়াছে, তাহা আমাকে দিয়া যাও।” আমার কথা শুদিয়া শঙ্কর ঘোষ ঘোরতর রাগান্বিত হইল। “তুমি আমাকে ফাঁকি দিলে; তোমাকে আমি দেখিয়া লইব,”—আমাকে এইরূপ ভয় দেখিয়া সে চলিয়া গেল। আমার দ্বিতীয় কোম্পানীর বৃত্তান্ত এই। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, — “তুমি বলিলে যে সম্প্রতি বড় বিপদে পড়িয়াছিলো। আমরা পাড়ায় থাকি। কোন বিপদের কথা আমরা তো শুনি নাই।” ডমরুধর উত্তর করিলেন,- “সে বিপদের কথা আজ পৰ্যন্ত আমি কাহারও নিকট প্ৰকাশ করি নাই । আজ তাহা তোমাদিগকে বলিতেছি শুন ।” ള് S్సర్ পরিচ্ছেদ ডমরুধর বলিতে লাগিলেন, — ফাঁকতালে অনেকগুলি টাকা লাভ করিয়া মন আমার প্রফুল্প হইল। শরীরটি নাদুস-নুদুস নধর হইয়া উঠিল। আমি মনে করিলাম দুর্লভীকে দেখাইয়া আসি। সেবার এই বাগৃদিনী সম্বন্ধে কি হইয়াছিল, তাহা তোমাদিগকে বলিয়াছি। সুন্দরবনের আবাদ হইতে আমি বাটী ফিরিয়া আসিতেছিলাম। পথে এক বেটা সাঁওতাল আমার কাপড় কাড়িয়া লইয়া আমাকে উলঙ্গ করিয়া ছাড়িয়া দিল। কোন স্থানে একদল বেদিয়া তাঁবু ফেলিয়াছিল। তাঁহাদের ছোট একটি লাল ঘাঘরা বেড়ার গায়ে শুকাইতেছিল। সেই ঘাঘরা চুরি করিয়া আমি পরিধান করিলাম। আমি মনে করিলাম যে, সন্ধ্যা পৰ্যন্ত দুর্লভীর ঘরে লুকাইয়া থাকি। তাহার ঘরে যেই প্ৰবেশ করিয়াছি, আর কেষ্টা ছোড়ার বাপ আসিয়া দ্বারের শিকল দিয়া দিল। কেষ্টা গ্রামের লোককে ডাকিয়া আনিয়া আমাকে দেখাইল। “রাঙা ঘাঘরা পরিয়া পোড়ার মুখে ডেকরা বুড়ো আমার মন ভুলাইতে আসিয়াছে,”—এইরূপ গালি দিয়া দুর্লভী আমাকে অনেক ভৎসনা করিল। তাহার পর এলোকেশী আসিয়া আমাকে বাটার দ্বারা প্ৰহার করিলেন। এ সব কথা তোমাদিগকে আমি পূৰ্ব্বে বলিয়াছি। সেই অবধি দুর্লভী আমার সহিত কথা কয় না। পথে দেখা হইলে মুখ ফিরাইয়া চলিয়া যায়। যখন কন্দৰ্প পুরুষের ন্যায় আমার নাদুস-নুদুস নধর শরীর হইল, তখন আমি মনে ডমরু-চরিত sNAls viði (SS BS! ro www.amarboi.com ro tr8