পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাইতেছিলাম। দেখিলাম যে, সে স্থানে কয়েকটি ভূত কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া কমিটী করিতেছে। আমি একটু দূরে বসিয়া ব্যাগ হইতে হােমিওপ্যাথিক পুস্তক বাহির করিলাম। দিয়াশলাই জ্বলিয়া তাহার আলোকে ভূতের ঔষধ দেখিলাম। তাহার পর যেই ঔষধের শিশি করিলে আমার ঔষধের গুণে তাহারা ভস্ম হইয়া যাইত। ভূতের ছাই দিয়া হিষ্টিরিয়া রোগের চমৎকার ঔষধ আমি প্ৰস্তুত করিতে পারিতাম।” ভিকু ডাক্তার আরও বলিলেন যে,— “ভূতগণ যখন পলায়ন করিল, তখন আমি সেই স্থানে গিয়া দেখিলাম যে, তাহারা এক মড়া ভক্ষণ করিতেছিল। মড়ার হাত-পা সৰ্ব্ব শরীর তাহারা খাইয়া ফেলিয়াছিল, কেবল মুখটি অবশিষ্ট ছিল। আমি তৎক্ষণাৎ দুইটি হােমিওপ্যাথিক ঔষধের গুলি বাহির করিয়া তাহার মুখে দিলাম। মুখে গুলি দিবামাত্র সে চাহিয়া দেখিল, তাহার পর আশ্চৰ্য্য কথা কি বলিব মহাশয়! আমার ঔষধের গুণে শরীর গজাইতে লাগিল । প্ৰথম গলা হইল, তাহার পর বক্ষঃস্থল হইল, তাহার পর উদর হইল, তাহার পর হাত-পা হইল। সে উঠিয়া বসিল। তখন আমি বুঝিলাম যে, সে হিন্দুস্থানী, বাঙ্গালী নহে। সে রাত্রি আমি তাহাকে আমার বাটীতে লইয়া যাইলাম। পরদিন সে আপনার দেশে চলিয়া গেল । এখানে থাকিলে আপনাদিগকে দেখাইতাম। হােমিওপ্যাথিক ঔষধের গুণ আছে বটে, কিন্তু ঠিক ঔষধটি ধরা বড় কঠিন। অনেক দেখিয়া-শুনিয়া আমার এ বিষয়ে সম্পূর্ণ অভিজ্ঞতা হইয়াছে। রোগীর চেহারা দেখিলেই আমি ঠিক ঔষধ ধরিতে । আমার হাতে একটিও মারা পড়ে না। সেজন্য কলিকাতার হোমরা-চোমরা ডাক্তারগণ/ফ্লেীহারা ষোল টাকা বত্ৰিশ টাকা ভিজিট গ্ৰহণ করেন তাহারা যখন হালে পানি পান তাহারা বলেন, ঝিঝিরডাঙ্গার ভিকু ডাক্তারকে লইয়া এস, তিনি না হইলে এ রোপ্লেক্স”ঔষধ। কেহ ঠিক করিতে পরিবে না। সেজন্য মাঝে মাঝে আমাকে কলিকাতায় যাইতে ভিকু পুনরায় বলিলেন, — ‘ র একটি চমৎকার ঔষধ বাহির করিয়াছি। যে ঔষধে প্ৰজাপতি দক্ষের গলায় ছাগলের মুণ্ড’জোড়া লাগিয়াছিল, ইহা সেই ঔষধ। হাত-পা এমন কি মানুষের মাথা কাটিয়া দুইখানা হইয়া গেলেও, আমি এক বড়িতে পুনরায় জুড়িয়া দিতে পারি।” ভিকু নানারূপ গল্প করিলেন। অবাক হইয়া সকলে তাহার গল্প শুনিতে লাগিল। সকলে মনে করিল যে, ইহার তুল্য বিচক্ষণ ডাক্তার জগতে নাই। দুর্লভীর চিকিৎসার জন্য আমি তাঁহাকে এক টাকা দিতে চাহিলাম। কিন্তু প্ৰথমে তিনি কিছুতেই তাহা লইলেন না। তিনি বলিলেন, — “আমি পাঁচ ক্রোশ পথ হইতে আসিয়াছি। চারি টাকা লইব ।” অনেক কচলাকচলির পর আমি বলিলাম যে,- “আপাততঃ আপনি এক টাকা লাউন, রোগী ভাল হইলে পরে আর তিন টাকা দিব ।” এ প্রস্তাবে সম্মত হইয়া তিনি এক টাকা লইয়া প্ৰস্থান করিলেন। দুর্লভী ভাল হইল। কিন্তু তাহার পর ডাক্তারকে ঘোড়ার ডিম! রোগ ভাল হইলে অনেকেই ডাক্তার-বৈদ্যাকে কলা দেখায় । छzाद्रन्-5छि sNAls viði (SS BS! ro www.amarboi.com ro br8冷