পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমাদের ভাগে পড়িয়াছে।” কৃষক আর আমার লাঙ্গুল মর্দন করিল না বটে, কিন্তু আমার পিঠে ছড়ি মারিতে লাগিল। ফলকথা, আমার দুঃখের আর সীমা রহিল না। সন্ধ্যাবেল ভিকু ডাক্তার আমাকে চঞ্চলার বাড়ীতে পাঠাইয়া দিলেন। চঞ্চলা আমাকে তাহার গোয়ালে বাধিয়া রাখিল । পরদিন প্ৰাতঃকালে আমার দুধ দুহিয়া পুনরায় আমাকে ভিকু ডাক্তারের নিকট পঠাইয়া দিল । পুনরায় আমাকে লাঙ্গল ঘাড়ে করিয়া ক্ষেত চাষিতে হইল । প্রতিদিন এইরূপ হইতে লাগিল। মনের দুঃখে রাত্ৰিদিন আমি কাদিতেছিলাম। ভাবিতেছিলাম যে, হায় হায়! স্বদেশী কোম্পানী খুলিয়া দেশের লোকের মাথায় হাত বুলাইয়া যে এত টাকা উপাৰ্জ্জন করিলাম, সে সব বৃথা হইল। এলোকেশী অথবা তোমরা বন্ধু-বান্ধব কেহ আমার কোন সন্ধান লইল না, সেজন্য আমার বুক ফাটিয়া যাইতে লাগিল। লম্বোদর বলিলেন,- “আজ ছয়মাস প্রতিদিন দুইবেলা তোমাকে দেখিতেছি। তোমার আবার সন্ধান কি লাইব? কিন্তু তুমি বলিতেছ যে, সে সব জগদম্বার মায়া। তবে আমরা আর কি दनिद?" ডমরুধর পুনরায় বলিতে লাগিলেন,- দিন দিন আমি দুৰ্ব্বল হইয়া পড়িতে লাগিলাম। আমার সে নুদুস-নাদুস নধর শরীর শুকাইয়া কাঠ হইয়া গেল। অস্থিচৰ্ম্মসার হইয়া যাইলাম। ভালরূপ লাঙ্গলও টানিতে পারি না, দুধও দিতে পারি না। প্ৰায় একমাস কাটিয়া গেল। একদিন প্ৰাতঃকালে চঞ্চলা আমাকে যথারীতি দুহিতে আসিল। দুধ হইল না। পিতাকে গিয়া সে সেই কথা জানাইল । সহদেব বলিল যে,- ঃকালে আমি নিজে দুহিয়া দেখিব।” পরদিন প্ৰাতঃকালে সে নিজে আমাকে দুহিতে শুমাির্সল। একফোঁটাও দুধ বাহির হইল না। তখন সে বিড় বিড় করিয়া আপনা-আপনি বুল্লিীল – “পুনরায় বাছুর না হইলে দুধ হইবে না, তাহার যোগাড় করিতে হইবে।” ్వ এই কথা শুনিয়া আমার প্রাণ ভুঞ্জি গেল। একে লাঙ্গল টানিয়া প্ৰাণ আমার ওষ্ঠ্যাগত হইয়াছিল। তাহার উপর আবার বাছু যোগাড়! সে রাত্রি আমার নিদ্রা হইল না। ক্রমাগত আমি মা দুৰ্গাকে ডাকিত লাগিলাম। আমি বলিলাম,- “মা! চিরকাল তুমি আমাকে নানা বিপদ হইতে রক্ষা করিয়াছ। সন্ন্যাসীর হাত হইতে, বাঘের মুখ হইতে তুমি আমাকে উদ্ধার করিয়াছ। এখন কেন মা! তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ?” এইরূপ স্তব-স্তুতি মিনতি করিয়া আমি কাঁদিতে লাগিলাম। সহসা কে যেন আমার পিঠে চাপড় মারিয়া বলিল,— “ভয় নাই বাছা, ভয় নাই। শীঘই তোমাকে আমি এ বিপদ হইতে পরিত্রাণ করিব। গত বৎসর তোমার পূজার কিঞ্চিৎ ক্ৰটি হইয়াছিল। সেই পাপের জন্য তোমাকে কষ্ট দিলাম । মা যাহা বলিলেন, তাহাই করিলেন। পরদিন প্ৰত্যুষে শঙ্কর ঘোষ আসিয়া বলিল,—“তুমি আমাকে টাকা ফাঁকি দিয়াছ। চল, তোমাকে আমি পুলিশে দিব।” এই বলিয়া সে আমার দক্ষিণ হস্ত ধরিয়া টানিতে লাগিল। সে সংবাদ পাইয়া ভিকু ডাক্তার দৌড়িয়া আসিলেন, —তিনি বলিলেন, — “ধড়টি আমি রক্ষা করিয়াছি। এ ধড় আমার সম্পত্তি ।” এই কথা বলিয়া তিনি আমার বাম হাত ধরিয়া টানিতে লাগিলেন। গোলমাল শুনিয়া চঞ্চলা

    • firls six g3 &g! a www.amarboicom a brQ○