পাতা:দশকুমার.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থপাল চরিত । సి(t নন্দন দপসরকে এই কন্যাট সমর্পণ করিব, মানস করিয়াছি। যাবৎ বয়স্থ না হয়, তাবৎ তোমাকেই ইহার প্রতিপালন করিতে হইবেক । কান্তিমতীর বিবাহ অবধি আমার অত্যন্ত আশঙ্ক৷ জন্মিয়াছে । কন্যা সন্তান অতিগোপনে রাখাই বৰ্ত্তব্য । শক্রভয় উপস্থিত হইলে আত্মরক্ষার নিমিয়, আমি ভূগর্ভে যে অট্টালিক নিৰ্ম্মাণ করিয়া রাখিয়াছি, তুমি ইহাকে তথায় লইয়াগিয়া লালন পালন কর । ঐ অট্টালিকায় এত ভোগ্য বস্তু আছে, যে, শত বৎসর ভোগ করিলেও ফুরাইবেক না, । এই বলিয়া চণ্ডসিংহ নিজ বাসগৃহের ভিত্তি-সংলগ্ন কৰাট উদ্‌ঘাটন করিয়া আমাদিগকে এই স্থানে পঠাইয় দিয়াছেন । এক্ষণে দ্বাদশ বৎসর অতীত হইল, বৎস মণিকর্ণিক বয়স্থ হইয়াছেন । মহারাজ অদ্যপি অনাদিগকে স্মরণ করিলেন না । মহারাজ চণ্ডসি ২হ দপসারকে মণিকর্ণিকা দান করিবেন সঙ্কল্প করিয়াছিলেন । কিন্তু, এই মণিকর্ণিক যখন গর্ভস্ত, তখন ইহঁীর মাত তোমার মাতর সহিত একদিন এই পণ করিয়া তিক্রীড়া করেন, যে “যদি আমি পরাজিত হই, আমার গর্ভস্ত সন্তান তোমারি হইবেক .. । ঐ ক্রীড়ায় কান্তিমতীর জয় হয় । অনন্তর মণিকর্ণিক জন্মিলে, কান্তিমতী তোমার সহিত ইহঁীর বিবাহ দিবেন স্থির করিয়াছিলেন । বুদ্ধর মুখে এই বৃত্তান্ত শুনিয়া বলিলাম, আমি যে উদেশে রাজভবনে গমন করিতেছি, তাহ সিদ্ধ করিয়া, আদ্যই প্রতিনিবৃত্ত হইব । পশ্চাৎ, বিবেচনা করিয়৷ বৰ্ত্তব্য স্থির করিব। বৃদ্ধাকে এই কথা কহিয়া আমি অর্জরাত্র সময়ে সিংহঘেণযের শয়নাগারে উপস্থিত হইলাম । গরুড় যেমন সপকে গ্রহণ করে, আমি সেইরাপ সিংহঘোষকে ধরিয়া একবারেই অপেন ভবনে অনিয়ন করিলাম। এবং লৌহ নিগড়ে তাহার চরণ দ্বয় বদ্ধ করিয়া পিতার নিকট লইয়া গেলাম। পিতা পরম পরিতুষ্ট হইয়। ঐ দুষ্টাশয়কে কার গৃহে বদ্ধ করিয়া রাখিলেন। অনন্তর আমার মুখে ভূমির অভান্তরীণ অট্টালিকার বৃত্তান্ত শুনিয়া, তৎক্ষণাৎ মণিকর্ণিকাকে আনয়ন করিলেন । এবং যথাবিধি আগমণর সহিত তাহার বিবাহ