পাতা:দশকুমার.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぬbア দশকুমার রহিলেন । আমি সাতিশয় অনুরক্ত হইয়াও, কি কারণে বলিভ পারিন, হঠাৎ নিদ্রাভিভূত হইয়া পড়িলাম। অবিলম্বেই অামার গাত্রে অসুখ স্পর্শ বোধ হইতে লাগিল। তখন জাগরিত হইয়। দেখিলাম সেই মহারণো, সেই তরুতলে, সেই পল্লব-শয়নে শয়ন করিয়া রহিয়াছি। অনতিবিলম্বেই রজনী প্রভাত হইল । মনে মনে তর্ক করিতে লাগিলাম এ কি চমৎকার ব্যাপার । এ কি স্বপ্ন, অথবা দৈবী মায় । যাহা হউক, সবিশেষ অনুসন্ধান না করিয়া ভূমি-শয্যা পরিত্যাগ করা হইবে না। অত্রতা দেবতা যাবৎ আমার সন্দেহ ভঞ্জন না করিয়া দেন, তাবৎ আমি এই ভূমিশয্যায় শয়ন করিয়া থাকিলাম । আমি এইরূপ চিন্তা করিতেছি, এমন সময়, মলিন-বেশ| এক সীমন্তিনী আমার নিকট উপস্তিত হইলেন । তাহর নয়নে আনবরত অশ্রুধারা নির্গত হইতেছে । তাহার শরীর শীর্ণ, কিন্তু মৃথ-সুধাকর বিবর্ণ বা বিশ্রী হয় নাই । তাহীকে দেখিব| মাত্রেই আমার অত্যন্ত ভক্তির উদ্রেক হইল। তৎক্ষণাৎ তাহাকে প্রণাম করিলাম। তিনি সতিশয় হৃষ্ট হইয়া আমার মস্তক অাম্রাণ করিলেন । গদগদ স্বরে বলিলেন বৎস ! শুনিয়া থাকিবে, যক্ষনাথ মাণিভদ্রের কন্যা তারাবলী, কামপালের পুত্র অর্থপালকে অতি শৈশব সময়ে দেবী বসুমতীর হস্তে সমর্পণ করে। আমি সেই তীরবর্তী, কমপালের পত্নী । আমি, স্বামীর প্রতি অনর্থক কেপ করিয়া তহিকে পরিত্যাগ করিয়াছিলাম । আকারণ পরিত্যাগ করাতে অমর অন্তঃকরণ অত্যন্ত অভূতাপিত হইতে লাগিল । একদিন স্বপ্নে দেখিলাম “ এক রক্ষস আমাকে বলিতেছে অ'মি তোমার শরীরে আবিষ্ট হইলাম, এক বৎসর বাস করিব, । বংস ! সেই অবধি আমি রক্ষস,বিষ্ট হইয়। এই বিশাল বৃক্ষে অবস্থিতি করিতে লাগিল।ম । সহস্র বর্ণের ন্যায় দীর্ঘতর অতি ক্লেশকর সেই এক বৎসর অদ্য অতিক্রান্ত হইয়াছে । গতরত্রে অ।মি শ্রাবস্তী নগরে ত্র্যম্বক দেবের উৎসব দর্শনার্থ গমন করিবার উপক্ৰম করিতেছিল;ম, এমন সময় তুমি অত্রত্য