পাতা:দশকুমার.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রমতি চরিত | సిన দেবতার নিকট শরণ প্রার্থনা করিয়া নিদ্রাগত হইলে । রাক্ষসীবেশ বশতঃ তৎকালে আমি তোমাকে চিনিতে পারি নাই । তথাপি শরণাপন্ন ব্যক্তিকে এই ভয়ঙ্কর অরণ্যে পরিত্যাগ করিয়৷ যাওয়া অঙ্কুচিত বিবেচনায়, তোমাকে নিদ্র বস্থাতেই তুলিয়া লইয়া গিয়াছিলাম। শ্রাবস্তী উপস্থিত হইয়া দেখিলাম, রাজ। ধৰ্ম্মবৰ্দ্ধনের কন্যা নবমালিকা গ্রীষ্মের প্রাদুর্ভাব প্রযুক্ত শয়নগৃহের কবাট উদঘাটন করিয়া, অতি বিস্তু ত কোমল পর্যাঙ্ক-তলে শয়ন করিয়া আছেন । আমি তোমাকে তাহার পাশ্বে শয়ন করাইয়। উৎসব দর্শনার্থ প্রস্থান করিলাম। উৎসব সমাজে আত্মীয় স্বজন গণের সহিত সাক্ষাৎ হইল । আমি ভগবান ত্র্যম্বক দেবের বন্দনা করিয়া, ভগবতী অম্বিক দেবীকে প্রণাম করিলাম। অম্বিক প্রসঙ্গা হইয়া অামাকে বলিলেন বংসে ; আর তোমার ভয় নাই, তুমি অদ্যই রাক্ষস হস্ত হইতে মুক্ত হইলে, এক্ষণে স্বামি-সন্নিধানে গমন কর । বৎস ! আমি অম্বিকার অনুগ্রহে পুনৰ্ব্বার পূর্ব প্রভাব প্রাপ্ত হইয়া, নবমালিকার গৃহে উপস্থিত হইলাম। তখন তোমাকে দেখিয়াই চিনিতে পরিলাম। এবং আপিন প্রভাবে তোমার ও রাজতনয়ার মনের ভাব বুঝিতে পারিয়া, ভাবিলাম “ যখন ইহাদের পরস্পরের রূপলাবণ্য পরস্পরের নয়ন-গোচর হইয়াছে, এবং পরম্পরের মনে অহরাগ সঞ্চার হইয়াছে, তখন ইহার। আপনারাই আপন পাণিগ্রহণের উপায় করিয়া লইবেক । এ বিষয়ে আমার প্রয়াস পাইবার প্রয়োজন নাই, । এই ভাবিয়া তোমাকে তন্দ্রী-পরতন্ত্র করিয়া পুৰ্ব্ববং এই পল্লব শয়নেই প্রতftনয়ন করিয়াছি । দেব ! আমি তারাবলীর নিকট এই সমস্ত বৃত্তান্ত অবগত হইয় তাহার চরণে পতিত হইলাম । তিনি আমাকে নানাবিধ স্নেহ বাক্য বলিয় আপন স্বামি-সন্নিধানে গমন করিলেন। অমিও নবমালিকার লোতে শ্রাবস্তী প্রস্থান করিলাম। পথিমধ্যে এক স্থানে দেখিলাম কুমুট-যুদ্ধ হইতেছে, অনেক লোক দণ্ডায়মান হইয়ছে । আমিও তথায় যুদ্ধ দেখিবর নিমিঞ্চ দণ্ডা