পাতা:দশকুমার.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 দশকুমার প্ত স্বনবাসী কালত্রয়দশী বামদেব মহর্ষির আশ্রমে উপস্থিত হইয় তাহার সমক্ষে আপন মনোদুঃখ নিবেদন করিয়া বলিলেন, মহাশয় ? অামি মানসারকে কিরূপে পরাজয় করিব তাহার কোন উপায় বলিয়া দেউন। বামদেব বলিলেন, মহারাজ ! কিছু দিন সহ করিয়া থাক, বসুমতীর গর্ভে সকলরিপুমদন রাজনন্দন অবস্থিতি করিতেছেন, তাহা হইতেই তোমার মনোরথ সিদ্ধ হইবেক । তৎকালে ঐরুপ দৈববাণীও হইল । রাজা মুনির বচনে ও দৈব বচনে নির্ভর করিয়! অরণ্যে বাস করিতে লাগিলেন । কিছ দিন পরে মহিষী বসুমতী শুভ ক্ষণে সৰ্ব্বসুলক্ষণাক্রান্ত সন্তান প্রসব করিলেন। ভূপতি যথাবিধানে সন্তানের জাতকৰ্ম্মাদি করিয়া রাজবাহন নাম রাখিলেন । তৎকালে সুমতি, সুমিত্র, সুমন্ত্র, সুশ্রুত, এই চারি মন্ত্রীরও প্রমতি, মিত্রগুপ্ত, মন্ত্রগুপ্ত, বিশ্রুত নামক চারি পুত্র জন্মিল । রাজবাহন সেই মিত্র চতুষ্টয়ের সহিত বাল্যলীলা সুখে দিন দিন বৰ্দ্ধমান হইতে লাগিলেন । একদা এক তাপস, রাজলক্ষণক্রান্ত এক কুমারকে আনিয়া রাজহংসের হস্তে সমর্পণ করিয়া বলিলেন মহারাজ কুশ সমিধ, আহরণার্থ আমি এক বনে গমন করিয়াছিলাম, দেখিলাম এক নারী রোদন করিতেছে,জিজ্ঞাসিলাম কি নিমিত্ত তুমি এই জনশূন্য অরণ্যে একাকিনী রোদন করিতেছ । সে বলিল মহাশয় ? অামার প্রভু মিথিলারাজ প্রহারবর্ঘ নিজ বন্ধু মগধরাজের সীমন্তিনীর সীমন্তোন্নয়ন উপলক্ষে নিমন্ত্রিত হইয়া সপরিবারে পুষ্পপুরে আসিয়াছিলেন । তৎকালে মালবেম্বর মানসার মগধরাজ্যে আসিয়া রাজহংসের সহিত ঘোরতর যুদ্ধারম্ভ করেন, তাহাতে মগধেশ্বর পরাজিত হইলেন । আমার প্রভু তখন কি করেন, প্রাণে প্রাণে পরিজন গণের সহিত আপন রাজ্যে প্রস্তান করিলেন । স্বদেশে আসিয়া দেখিলেন, ভ্রাতৃপুত্ৰ বিকটবৰ্ম্ম অন্যায় করিয়া তাহার রাজ্য অধিকার করিয়াছে। কোন রূপেই তাহাকে তথায় প্রবেশ করিতে দিল না। তিনি অসহায় কি করেন, ভাগিনেয় স্বাক্ষরাজের আশ্রয় গ্রহণার্থ সুহ্মরাজ্যে প্রস্থান করিলেন । অরণ্য