পাতা:দশকুমার.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিত্রগুপ্ত চরিত। *) о Ф সে বলিতে লাগিল এই সুহ্ম দেশের রাজা তুঙ্গধম্বা একদ সন্তান কামনায় এই উদ্যান মধ্যে বিন্ধ্যবাসিনীর মন্দিরে আসিয়া দেবীর সমক্ষে হত্যা দেন । রাজার স্বপ্ন বস্থায় দেবী প্রত্যক্ষ হইয়। বলিলেন “ বৎস! আর তোমার হত্যা দিবার প্রয়োজন নাই । অামি বর দিতেছি তোমার একটা পুত্র, ও একটী কন্যা জন্মিবেক । যে ব্যক্তি তোমার কন্যার পাণিগ্রহণ করিবেক, তোমার পুত্রকে চিরকাল তাহার অধীন হইয়া থাকিতে হইবে । তোমার কন্যার যাবৎ বিবাহ না হয়, তাহকে প্রতি বৎসর কাৰ্ত্তিকী পুর্ণিমার দিন আমার সমক্ষে কন্দুক ক্রীড়ায় নিযুক্ত করিও । তাহ হইলে তাহার গুণবান্‌ স্বামী লাভ হইবেক । কন্যা স্বয়ং সামুরাগ চিত্তে যাহাকে বরণ করিবেক, তাহাকেই কন্যা সম্প্রদান করিও । এই বর লাভের অব্যবহিত পরেই, তুঙ্গধম্বার মহিষী মেদিনী গর্ভবতী হইলেন। ঐ গর্ভে একটী পুত্ৰ সন্তান জন্মিল । রাজা, তাহার ভীমধন্বা নাম রাখিলেন । কিছুকাল বিলম্বে রাজার একটা কন্য জন্মিল। ঐ কন্যাকে বিন্ধ্যবাসিনীর সমক্ষে কন্দুক-ক্রীড়ায় নিযুক্ত করিবেন বলিয়া, তাহার নাম কন্দুকবতী রাখিলেন। আজি সেই পরম রূপবতী কন্দুকবতী কন্দুক ক্রীড়া করিয়া বিন্ধ্যবাসিনীর প্রীতি সম্পাদন করিবেন । এই উৎসবের নাম কন্দুকোৎসব । কন্দুকবতীর সহচরী চন্দ্রসেন নামে এক বারনারীর সহিত আমার প্রণয় আছে। বহুকালাবধি আমরা নির্বিঘুে পরস্পর প্রণয় সুখ অহুভব করিতে ছিলাম। সম্প্রতি রাজপুত্ৰ ভীমধম্বা তাহার রূপ লাবণ্য দর্শনে তাহার প্রতি আসক্ত হইয়াছেন, এবং আমার নিকট হইতে তাহাকে বল পুৰ্ব্বক গ্রহণ করিয়াছেন । তন্নিমিত্ত আমি দুঃখিত হইয়া, চঞ্চল চিত্তকে কোন রূপে স্থির করিবার জন্য নির্জনে বসিয়া বীণা বাদন করিতেছি । সে এই কথা বলিতেছে এমন সময় স্থপুরধ্বনি শ্রবণ গোচর হইল । অবিলম্বেই তথায় এক কামিনী অাসিয়া উপস্থিত হইল । তাহাকে দেখিবণমাত্র সেই ব্যক্তি সাতিশয় হৃষ্ট হইয়া গাত্রোথান করিল, এবং তাঁহাকে সগ্রেম আলিঙ্গন করিয়া পরম সমাদরে Y 8