পাতা:দশকুমার.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিত্রগুপ্ত চরিত। >>Nう শ্রান্ত হইয়াছিলেন, ঘূমিনীব নিকট কিঞ্চিৎ পানীয় প্রার্থনা করিলেন। দুশ্চরিত্র ধূমিনী বলিল আমার অতিশয় শিরোবেদন হইয়াছে, তুমি আপনি কূপ হইতে জল তুলিয়া লও। ধন্যক কূপের সমীপে উপস্থিত হইয়া অধোমুখে যেমন জল তুলিতে লাগিলেন, পাপীয়সী ঘূমিনী অমনি আসিয়া পশ্চাৎ দিক হইতে ভঁহাকে কূপে নিক্ষেপ করিল। ধন্যক সেই অরণ্য-ৰূপে পতিত রছিলেন, ধূমিনী পলুকে স্কন্ধে লইয়া তথা হইতে প্রস্থান করিল। পৰ্যটন করিতে করিতে ক্রমশঃ অবন্তিরাজ্যে উপস্থিত হইল । তত্ৰত্য যাবতীয় লোক তাহীকে পতিব্ৰতা বোধ করিয়া শ্রদ্ধ ভক্তি করিতে লাগিল। ক্রমে ক্রমে রাজাও তাহাকে পতিব্ৰত৷ বোধ করিয়া অনুগ্রহ করিতে লাগিলেন। তাহাতে তাহার সচ্ছন্দে জীবিক নিৰ্ব্বাহ হইতে লাগিল । এ দিকে, কতগুলি পথিক অরণ্য পথে যাইতেছিল, পিপাসাৰ্ত্ত হইয়া ঐ কূপে জল তুলিতে আসিল। কূপমধ্যে ধূন্যককে পতিত দেখিয়া তাহাকে উদ্ধার করিল। অনন্তর, হতভাগ্য ধন্যক নানা দেশ ভ্রমণ করিতে করিতে, ঘটনাক্রমে অবন্তিরাজ্যে উপস্থিত হইয়। সেই ধূমিনীর গৃহেই অতিথি হইলেন। ঘূমিনী তাহাকে চিনিতে পারিয়া, বাজগোচরে এই বলিয়া অভিযোগ করিল মহারাজ । এই দুরাত্মা আমার স্বামীর নাসা কৰ্ণ ছেদন ও হস্ত পদাদি ভগ্ন করিয়া দিয়াছিল । রাজ ঐ দুশ্চরিত্রাকে সচ্চরিত্র বলিয়। জানিতেন । তাহার বাক্যে কিঞ্চিম্মাত্র সন্দেহ না হওয়াতে, প্রমীশান্তর-নিরপেক্ষ হইয়। নিরপরাধী ধন্যকের প্রাণ দণ্ডের আজ্ঞ। করিলেন। তখন ধন্যক নিরুপায় হইয়। বলিলেন মহারাজ ! বিনাপরাধে আনাব প্রাণ বধ করিবেন না । যদি সেই পঙ্গু আসিয়া আপনকার সাক্ষাৎকারে বলেন আমি তাহার নাসা কর্ণ ছেদন করিয়াছি, তাহ হইলে অামি অবশ্যই দণ্ডনীয় হইব । রাজা ধন্যকের এই কথা শুনিয় তৎক্ষণাৎ পঙ্গুকে আনাইলেন। সত্যবাদী সদাশয় পঙ্গু সভামধ্যে, ধন্যকের ও ধূমিনীর সমস্ত বৃত্তান্ত আদ্যোপান্ত অবিকল বর্ণন করিলেন। প্রাণদাতা দয়াবান ধন্য S (t