পাতা:দশকুমার.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ g দশকুমার কোথায় পাইলে । সন্ন্যাসী বলিল আমি কোথায় পাইলাম, আপনকার জানিবার প্রয়োজন নাই। যদি ক্রয় করিতে ইচ্ছা হয় মুল্য প্রদান করুন, নতুবা অামার স্থপুর আমাকে ফিরিয়া দেউন । অনন্তকীৰ্ত্তি এই কথায়, সন্দিহান হইয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন । নিতম্ববতীকে তাহার সুপুরের কথা জিজ্ঞাসা করিলেন । নিতম্ববতী ভয় প্রযুক্ত প্রকৃত বৃত্তান্ত গোপন করিয়া, বলিল এক গাছি নুপুর হারাইয়া গিয়াছে, আর এক গাছি তুলিয়। রাখিয়াছি। এই কথায় বৃদ্ধ বণিকের আরো সন্দেহ বৃদ্ধি হইল । বাহিরে আসিয়া সন্ন্যাসীকে বলিলেন তুমি ইহা কোথায় পাইয়াছ যথার্থ না বলিলে, মূল্যও দিব না, সুপুরও ফিরিয়া দিব না। কপট সন্ন্যাসী ঐ কথা লইয়া অনন্তকীৰ্ত্তির সহিত কলহ উপস্থিত করিল, বলিল, যদি একান্তই সুপুরের অগিম বলিতে হয়, ভদ্র লোক দিগকে ডকাইয়া অান, সৰ্ব্ব সমক্ষে বলিতেছি । অনন্তর অনন্তকীৰ্ত্তি, পুরবাসী দিগকে ডকাইয়া আনিলেন । সৰ্ব্ব সমক্ষে বলিলেন এই নূপুর আমার স্ত্রীর, এই সন্ন্যাসী কোথায় পাইয়াছে কিছুই বলিতেছে না। আপনার ইহাকে জিজ্ঞাসা করুন। তখন ধূৰ্ত্ত সন্ন্যাসী বিনয় করিয়া বলিল আপনার সকলেই জানেন আমি শ্মশানে অবস্থিতি করি । ইতিমধ্যে এক দিন নিশীথ সময়ে হঠাৎ দেখিতে পাইলাম এক পরম সুন্দরী স্ত্রী শুশানে অসিয়া, জ্বলন্ত চিতা হইতে একট। অৰ্দ্ধ-দগ্ধ শব টনিয়া লইল । লইয়া ভক্ষণ করিতে লাগিল । আমি দৌড়িয়া গিয়া তাহাকে ধরিয়া ফেলিলাম । সে যেমন আমার হাত ছাড়াইয়। পলায়ন করিবেক, অমনি তাহার উরুদেশে ছুরিকা প্রহার করিলাম। তাহার একখান পা ধরিয়া টানাটানি করাতে এই নূপুর খুলিয়া পড়িল। সে তৎক্ষণাৎ প্রস্থান করিল। আমি সেই নূপুর লইয়া বিক্রয় করিতে আসিয়াছি। পুরবাসীরা শ্মশানবাসী সন্ন্যাসীর মুখে এই অস্তুত কথা শুনিয়া বিস্ময়াপন্ন হইলেন । তাহার, নিতম্ববতীর উরুদেশে ছুরিকা প্রহারের চিহ্ন আছে কি না, পরীক্ষা করিতে বলিলেন । নিতম্ববতীর উরুদেশে ছুরিকা প্ৰহা