পাতা:দশকুমার.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মন্ত্রগুপ্ত চরিত । )\9) মহারাজ ! বহুকাল একত্র অবস্থান করা সন্ন্যাসীদিগের রীতি নহে । আমি অনেক দিন অীপনকার রাজ্যে বাস করিলাম, আপনকরে কোন উপকার না করিয়া প্রস্থান করা অকুচিত । এই বিবেচনা করিয়া আমি এই কএক দিন আপনকার অনুরোধে রহিয়াছি। এক্ষণে আপনকার কার্য সিদ্ধ হইল। আমরা আজিই স্থানান্তরে প্রস্থান করিব। আপনকার নিকট বিদায় হইলাম। আপনি সাবধান হইয়া অদ্যই স্বকীর্য সাধন করুন। জয়সিংহ আমার নিকট যথোচিত কৃতজ্ঞতা প্রকাশ করিয়া প্রস্থান করিল। রাত্রি দুই প্রহরের সময় জয়সিংহ নানাবিধ আলোক জালিয়া মহাসমারোহে সেই সরোবরের নিকট আসিয়া উপস্থিত হইল । প্রথমতঃ জালিকগণ দ্বারা সরোবর সংশোধন করিল । পশ্চাৎ নিঃশঙ্কচিত্তে অবগাহন করিয়া নিমগ্ন হইল। আমি ঐ সময় কুটারভ্যন্তরীণ গুপ্ত গ স্বর গোপনে প্রবেশ করিয়া সরোবরের জলমধ্যে উপস্থিত হইলাম। অবিলম্বেই জয়সিংহের কেশাকর্ষণ পুৰ্ব্বক প্রাণ সংহার করিয়া গহ্বর মধ্যে আচ্ছাদিত করিয়া রাখিলাম। আপন জটা বলকলদি ও ঐ সঙ্গে রাখিয়া দিলাম। অনন্তর আমি জল হইতে উন্মগ্ন হইয়া তীরে উপস্থিত হইলাম। আমাকে দেখিয়া ভাবৎ লোক বিস্ময়াপন্ন হইল। পরে রাজবেশ ধারণ করিয়া রাজহস্তী আরোহণে রাজবাটী উপস্থিত হইলাম। পরদিন প্রত্যুষে রাজবেশে রাজসভায় গমন করিয়া সিংহাসনে উপবেশন করিলাম। অমাত্যগণকে বলিলাম দেখ, সেই যোগীর কি অলৌকিক শক্তি। তাহার প্রভাবে আমি এই পরম সুন্দর আকার প্রাপ্ত হইয়াছি । যাহারা দৈব শক্তি স্বীকার না করে, সেই সমস্ত নাস্তিকের মস্তক আজি লঞ্জীয় অবনত হইল। এক্ষণে, যেখানে যত দেবালয় অাছে সৰ্ব্বত্র সমারোহ পুৰ্ব্বক পুজা প্রেরণ কর । দীন দরিদ্র অনাথ ভিক্ষু দিগকে অপৰ্যাপ্ত ধন দান কর। আমার এই কথা শুনিয়া অমাত্যগণ সাতিশয় বিস্ময়াপন্ন হইয়া দৈব শক্তির প্রশংসা করিতে লাগিলেন। পরে আমার আদেশানুসারে রাজকাৰ্য নিৰ্ব্বাহে প্রবৃত্ত হইলেন ।