পাতা:দশকুমার.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ দশকুমার অনন্তর আমি অন্তঃপুরে প্রবিষ্ট হইয়। প্রিয়তম কনকলেখার সখী শশাঙ্কলেখাকে নির্জনে বলিলাম সখি ! তুমি এই ব্যক্তিকে কখন দেখিয়াছিলে কি না ? শশাঙ্কলেখা অকস্মাৎ আমাকে দেখিয় বিস্ময়াপন্ন হইল। কৃতাঞ্জলিপুটে বলিল মহাশয় ! একি চমৎকার, ! কি রূপে এ রূপ অস্তুত ঘটনা হইয়া উঠিল, আজ্ঞা করুন । আমি তাহাকে সমস্ত সবিস্তর বলিলাম । সে তৎক্ষণাৎ কনকলেখার নিকট জানাইল । তিনি শুনিয়া বাকপথাতীত আনদপ্রবাহে নিমগ্ন হইলেন । অনন্তর আমি কলিঙ্গনাথকে কারামুক্ত করিয়া তাহার নিকট সমুদায় বৃত্তান্ত নিবেদন করিলাম । তিনি অতি আহিলাদিত হইয়। আপনিই অর্ণগ্রহ পুৰ্ব্বক আমার সহিত কনকলেখার বিবাহ দিলেন । আমি কলিঙ্গনাথের হস্তে অন্ধু ও কলিঙ্গ উভয় রাজ্যের ভার সমর্পণ করিয়া কনকলেখার সহিত সুখে কাল ক্ষেপণ করিতে ছিলাম । ইতি মধ্যে অঙ্গরাজ ংহবৰ্ম্ম কলিঙ্গরাজের নিকট সাহায্য প্রার্থনা করিলেন । আমি চতুরঙ্গিণী সেনা সমভিব্যাহারে এখানে আসিয়া আপমকার শ্ৰীচরণ দর্শন পাইলাম । রাজবাহন সহাস্য বদনে মন্ত্রগুপ্তের বুদ্ধিকৌশলের যথেষ্ট প্রশংসা করিয়া, বিশ্রুতের প্রতি নেত্র পাত করিলেন । অষ্টম উচ্ছাস । বিশ্রুত চরিত । বিশ্রুত বলিতে লাগিলেন দেব ! আমিও ভ্রমণ করিতে করিতে একদা বিন্ধ্যাটী মধ্যে দেখিলাম, পরম সুন্দর একটা অষ্টম বর্ষীয় বালক এক কূপের নিকট উচ্চৈঃস্বরে রোদন করিতেছে । সে অামাকে দেখিয়া সশঙ্কচিত্তে বলিতে লাগিল । মহাশয় । আমি সাতিশয় পিপাসিত হইয়াছি। অামার অভিভাবক এক বৃদ্ধ আমার নিমিত্ত জল তুলিতে ছিলেন, হঠাৎ এই কূপে