পাতা:দশকুমার.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূর্বপীঠিক | 업 তথায় উপস্থিত হইল। বৃদ্ধ যেমন ভীত হইয়া দ্রতপদে পলায়ন করিবেক, অমনি তাহার ক্রোড় হইতে শিশুটা পতিত হইল। আমি তখন এক বৃক্ষের অন্তরালে ছিলাম। হস্তী, শুণ্ড দ্বারা সেই শিশুকে উত্তোলন করিয়াছে মাত্র, হঠাৎ এক সিংহ আসিয়৷ হস্তীকে বিনাশ করিয়া প্রস্তান করিল । বালকট হস্তীর শুণ্ড হইতে ভূতলে পতিত হইবামাত্র তত্রত তরু হইতে এক বানর অবরোহণ করিল, এবং পকু ফল ভ্ৰমে ইহাকে লইয়। বৃক্ষে আরোহণ করিল। কিন্তু ইহা ফল নয় দেখিয়া ফেলিয়া দিল । তখন আমি দেখিলান, এই বালক এত স{জাতিক আঘাত প্রাপ্ত হইয়াও জীবিত রহিয়াছে। সুতরাং ইহাকে ক্রোড়ে লইয়া ইহার জননী ও ধাত্রীকে অনেক অন্বেষণ করিতে লাগিলাম। কিন্তু দেখিতে পাইলাম না। পরে গুরুর আশ্রমে অনিয়ন করিলাম। তিনি মহারাজের নিকট পঠাইয়া দিয়াছেন । রাজা রাজহংস এক কালে সকল মিত্রেরই বিপদ ঘটনায় বিস্ময়াপন্ন হইলেন। অনন্তর ঐ শিশুর নাম পুষ্পোপ্তব রাখিলেন, এবং পালনার্থ তাহীর পিতৃব্য সুশ্ৰুতের হস্তে অর্পণ করিলেন । এক দিন মহিষী বসুমতী একটা কুমার ক্রোড়ে রাজার নিকট অসিয়া কহিলেন স্বামিন ! গত যানিনী এক দিব্য কামিনী এই শিশুট লইয়। আমার গৃহে উপস্থিত হইয়াছিলেন । আমার নিদ্র ভঙ্গ করিয়। বিনয় বচনে বলিলেন,“ দেবি ! আমি মাণিভদ্র যক্ষের কনা, আমার নাম তীরবলী, আমি তোমীর মন্ত্রিনন্দন কামপালের প্রেয়সী । তোমার পুত্র রাজবাহন সসাগর ধরার অধীশ্বর হইবেন, তাহার পরিচর্যfার্থ আমার এই পুত্র অর্থপলিকে যক্ষরাজের অনুমতি ক্ৰমে অনিয়াছি। তুমি ইহাকে প্রতিপালন কর , । স্বামিন, আমি এই কথা শুনিয়া বিস্ময়াপন্ন হইলাম এবং সেই যক্ষকন্যণকে সমুচিত সমাদর করিলাম । কিন্তু পরক্ষণেই অীর তাহীকে দেখিতে পাইলাম ন । রাজ রাজহংস, কামপালের যক্ষকন্যা সঙ্গ সংবাদে বিস্মিত হইলেন । এবং সুমিত্রকে ডাকিয় তাহার হস্তে তাহার ভ্রাতৃপুত্র অর্থপালকে অর্পণ করিলেন ।