পাতা:দশকুমার.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্রাত চরিত । > 8X বৃত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। ব্যভিচার দোষ প্রায় সকল গৃহেই ঘটিয়া উঠিল । রাজকৰ্ম্মচারীগণ স্বেচ্ছাচারী হইয়া প্রজা পীড়ন করিয়া স্বার্থ সিদ্ধি করিতে লাগিল । রাজার ধনাগম ক্রমে ক্রমে অল্প হইয়া, ব্যয় বাহুল্য হইয়া উঠিল । বলবান ব্যক্তির দুর্বল দিগকে, ধনবান্‌ ব্যক্তিরা নিৰ্দ্ধন দিগকে, দুর্জনের সজ্জন দিগকে, যৎপরোনাস্তি ক্লেশ দিতে লাগিল । রাজ্য মধ্যে লোক সকলের কষ্টের আণর পরিসীমা রহিল না । অনন্তবৰ্ম্মার সেনাগণও স্ব স্ব প্রধান হইয়া উঠিল । অশ্বকেরাজ্যের রাজা বসন্তভাহু অনন্তবৰ্ম্মার রাজ্যের এইরূপ বিশৃঙ্খলতার সংবাদ পাইয়া কতগুলা গুপ্তচর তথায় প্রেরণ করিলেন। তাহারা আসিয়া নানা উপায়ে অনন্তবৰ্ম্মার বন্ধু বান্ধব দিগের পরস্পর আত্ম বিচ্ছেদ করিয়া দিল । কৌশল ক্রমে প্রধান প্রধান সেনাপতি ও অমাত্যগণের প্রাণ সংহার করিল । সৈন্য সামন্ত সমৃদয় ছিন্ন ভিন্ন করিয়া ফেলিল । অনন্তবৰ্ম্মার রাজ্য এই রূপে জর্জরিত হইলে, রাজা বসন্তভান্থ, আপন আত্মীয় ভাকুবশাকে উৎসাহ প্রদান করিয়া অনন্তবৰ্মার রাজ্য আক্রমণের আদেশ করিলেন। ভান্থবৰ্ম্ম সৈন্য সামন্ত সমভিব্যাহারে অনন্তবৰ্ম্মার রাজ্য সীমায় আসিয়া উপস্থিত হইলেন । দুর্ভাগ্য অনন্তবৰ্ম্ম তৎকালে, কুন্তলরাজ অবন্তিদেবের পরম রূপবতী নর্তকীকে আনাইয় তাহার নৃত্য দর্শন করিতে ছিল। রাজা বসন্তভান্থ এই সংবাদ পাইয় অবন্তিদেবের নিকট উপস্থিত হইলেন । বলিলেন “ মহাশয় । দুরাত্মা অনন্তবৰ্ম্ম যে রূপ অত্যাচার আরম্ভ করিয়াছে, আর কোন রূপেই সহ্য করা যায় না। সম্প্রতি আপনকার নৰ্ত্তকীকে হরণ করিয়া লইয়া গিয়াছে । অতএব সেই দুষ্টের সমুচিত দণ্ড করা কর্তব্য । এক্ষণে ভানুবৰ্ম্ম যুদ্ধার্থী হইয় তাহার রাজ্য-সীমায় উপস্থিত হইয়াছেন। এই সময়ে তাহার সাহায্য করিলে অনায়াসে অনন্তবৰ্ম্মার সমুচিত শাস্তি হইতে পারে, । অশ্মকরজি বসন্তভান্থ, অবন্তিদেবকে এইরূপে স্বপক্ষে আনিয়া অনrনা রাজগণের সহিত যোগ করিলেন । অনন্তর যখন