পাতা:দশকুমার.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

う8○ দশকুমার বৃত্তান্ত শুনিয়া বলিলেন তবে এক্ষণে প্রচণ্ডবর্ধার সহিত মহুৰাদিনীর বিবাহ স্থগিত রাখা কৰ্ত্তব্য । স্বপ্নের ফলাফল দেখিয়া, যাহা হয় করা যাইবেক । এই কথা বলিয়া মন্ত্রিগণ প্রস্থান করিলেন এ চতুর্থ দিবসে আমি ভাস্করবর্শাকে সঙ্গে লইয়া ভিক্ষার্থী হইয়া গোপনে দেবীর ভবনে উপস্থিত হইলাম। দেবী পুত্ৰ-মুখাবলোকনে অসীম আনন্দ প্রাপ্ত হইলেন । আমাকে বিনয় করিয়া বলিলেন ভগবন্‌! অনুগ্রহ করিয়া বলুন, আমি অমাতা গণকে যে স্বপ্নের কথা বলিয়াছি, যথার্থ হইবে কি না । আমি বলিলাম মাতঃ ! অদ্যই আপনি স্বপ্নের ফল দেখিতে পাইবেন । তখন দেবী পরমানন্দে মুবাদিনীকে আনাইয়া আমার চরণে প্রণাম করাইলেন। আমাকে দেখিয়াই মঞ্জুবাদিনীর মনে রাগাহবন্ধ হইল। আমি তাহার সামুরাগ কটাক্ষ পাতে অধীর হইয়া উঠিলাম। কিন্তু তখন ধৈর্যাবলম্বন করিয়া নালীজঙ্ঘকে সঙ্কেত করিয়া বহির্গত হইলাম। নালীজঙ্ঘ আমার সঙ্গে সঙ্গে পুরীর বাহিরে আসিল। তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম, তৎকালে প্রচণ্ডবৰ্ম্ম রাজসভা-ভবনে নৰ্ত্তক গণের মৃত্য দর্শন কবিতেছে। অনন্তর আমি এক নির্জন প্রদেশে সন্ন্যাসীর বেশ পরিত্যাগ পুৰ্ব্বক অপুৰ্ব্ব নটের বেশ ধারণ করিলাম। ভাস্করবর্মাকে আমার কন্তু কমণ্ডলু প্রভৃতি পরিচ্ছদ রক্ষা করিতে বলিয়, সভ্যভবনে উপস্থিত হইলাম। প্রচণ্ডবৰ্ম্মার সম্মুখে এরূপ নৃত্য করিতে লাগিলাম, যে, সকলেই আমাকে দেখিয়া এককালে মুগ্ধ হইয়া রহিল। আমি তৎকালে সৰ্ব্ব সমক্ষেই প্রচণ্ডবৰ্ম্মার বক্ষঃস্থলে সাজাতিক ছুরিকা প্রহার করিলাম। এবং, মহারাজ বসন্তভান্থর জয় হউক বলিয়। তৎক্ষণেই পলায়ন কবিলাম। এক জন আমাকে খড়গাঘাত করিবার উদযোগ করিল। তাহাকে সেই খড়গ দ্বারাই সংহার করিয়া, সপ্ত হস্ত-প্রমাণ প্রাচীর এক লম্ফেই উল্লঙ্ঘন করিয়া উপবনে পতিত হইলাম । সভাস্থ সমস্ত লোক বিস্ময়াপন্ন হইয়া রহিল। আমি উপবন মধ্য দিয়া দ্রুত বেগে এমত নির্জন স্থান দিয়া পলায়ন করিলাম, কেহই আমাকে, কোন দিকে গেলাম