পাতা:দশকুমার.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুৰ্ব্বপীঠিক S} মাতঙ্গের সাহায্য দানে সম্মত হইলেন। সেই দিনই অৰ্দ্ধরাত্র সময়ে সুমন্ত মিত্রগণকে নিদ্রিত দেখিয়া, আপনি একাকী মাতঙ্গের সঙ্গে প্রস্থান করিলেন। পরদিন প্রভাতে বন্ধুগণ রাজবাহনকে না দেখিয়| সতিশয় দুঃখিত হইলেন। রাজবাহন কোথায় গেলেন নির্ণয় করিতে ন পরিয়া, তাহার অন্বেষণার্থ প্রত্যেকে ভিন্ন ভিন্ন দেশে গমন করলেন । এদিকে মাতঙ্গ রাজবাহনের সঙ্গে গৌরীপতি নিদিষ্ট গর্ভে প্রবেশ পুৰ্ব্বক তাম্রশাসন গ্রহণ করিল। ঐ তামু শাসন পাঠ করিয়া পাতাল পুরের অপূৰ্ব্ব উদ্যানে মনোহর সরোবর তীরে প্রকাণ্ড অগ্নি কুণ্ড করিল, এবং তাঁহাতে অগ্নি স্থাপন করিয়া হোম আরম্ভ করিল । রাজবাহন বিস্ময়াপন্ন হইয়া দেখিতে লাগিলেন । মাতঙ্গ সেই জ্বলন্ত হুতাশনে অপেন শরীর আহুতি প্রদান করিল। পরক্ষণেই পরম সুন্দর পুরুষ হইয় নির্গত হইল । অবিলম্বে মণিময় ভূখণভূষিত পরম রূপবতী এক যুবতী, সখীগণের সহিত তথায় সমাগত হইল। আসিয়া,মাতঙ্গের হস্তে এক উজ্জ্বল মণিসমর্পণ করিয়া বিনয় বচনে বলিল, হে দ্বিজেক্তমা ! আমি অসুর কন্য, আমার নাম কালিনী । আমার পিতা এই পাতাল লোকের রক্ষিতা ছিলেন । তিনি পরাক্রম দ্বার অমরগণকে সমরে পরাজয় করেন, পরিশেষে কংসারি হস্তে ধ্বংস প্রাপ্ত হন । আমাকে পিতৃশোকে নিতান্ত কাতর দেখিয় এক সিদ্ধ গুরুষ কহিয়াছিলেন অবলে কিছু কীল পরে এক দিব্যশরীরধারী প্রায় আসিয়া তোমার পাণিগ্রহণ করিবেন এবং এই পাতাল লোক পালন করবেন । হে দ্বিজোত্তম! আমি সেই সিদ্ধ পুরুষের আদেশ মুসারে এতদিন আপনকার আগBD KBB BBBS BBBB BB BBSB BBB DBBBBBBS আমাকে গ্রহণ করিয়৷ চরিত;থ করুন। তখন মাতঙ্গ, রাজবাহনের তনুমতি ক্রম সেই রমণীর পাণিগ্রহণ করিলেন । রাজব;হন বয়স্যগণকে না বলিয়া আসিয়াছিলেন । এক্ষণে নিতান্ত উমন হইয় তাহদের সহিত সক্ষাৎ করিবার জন্য পাতাল হইতে প্রতrগমন করিলেন । আসিবার সময় মাতঙ্গ