পাতা:দশকুমার.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ই দশকুমার কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপ কালিন্দী-দত্ত সেই মণিরত্ন তাহাকে প্রদান করিল। সে মণির গুণ এই সঙ্গে থাকিলে ক্ষুং পিপাস জনিত ক্লেশলেশও হয় না। রাজবাহন বিন্ধ্যাটী আসিয়া বন্ধুগণকে দেখিতে পাইলেন না । সুতরাং তাহাদিগের অন্বেষণার্থ ভূমণ্ডলে ভ্রমণ করিতে আরম্ভ করিলেন । একদা এক গ্রামের প্রান্তবৰ্ত্তী উদ্যানে উপস্থিত হইয়া বিশ্রাম করিতেছেন, দূর হইতে দেখিলেন এক পুরুষ যান।রোহণে আসিতেছেন । তাহার সমভিবTহারে এক পরম সুন্দরী নারী আছে । ঐ ব্যক্তি রাজবাহনকে নয়ন গোচর করিয়াই যান হইতে অবতীর্ণ হইলেন । এবং নিরতিশয় আননো বিকসিত মুখারবিন্দে, আহে। চন্দ্রবংসের অবতংস প্রভু রাজবাহনের সহিত অকস্মাং সাক্ষাৎ হইল, কি ভাগ্য ! এই বলিয়া ভঁiহার চরণে প্রণাম করিলেন । রাজবাহন র্তাহাকে দেখিয়া আহলাদে পুলকিত হইলেন । এবং, ময়ে । সোমদত্ত আসিয়াছ এই কথা বলিয়া, জিজ্ঞাসিলেন সখে বল দেখি, এতকাল কোথায় ছিলে,এখনই বা কোথায় যাইতেছ, এই রমণীই বা কে? সোমদত্ত, মিত্রদর্শনে সহর্ষ হইয়া সবিনয়ে আপন বিবরণ বলিতে আরম্ভ করিলেন । তৃতীয় উচ্ছস । সোমদত্ত চরিত । দেব ? অাপনকার অস্বেযণার্থ আমি ভ্রমণ করিতে করিতে সাতিশয় পিপাসিত হইয়া এক নদীকূলে উপস্থিত হইলাম, এবং অধোদৃষ্টি হইয়া অঞ্জলি করিয়া জল পান করিতে আরম্ভ করিলাম। জল পানের সময়ে জলমধ্যে অত্যন্ত উজ্জল এক রত্ন দেখিতে পাইলাম। দেবিয়াই গ্রহণ করিলাম । অনন্তর কিয়ৎদ্রর গমন করিয়া রবি-কিরণে নিতান্ত ক্লান্ত হইয়। নিকটবৰ্ত্তী এক দেবতা মন্দিরে বিশ্রামার্থ উপস্থিত হইলাম। দেখিলাম তথায় এক ব্রাহ্মণ অতিদীন দর্শন কতগুলি শিশু সন্তান সহিত বসিয়৷