পাতা:দশকুমার.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূর্বপীঠিকা । >సి বৰ্ম্ম রাজকাৰ্য পর্যালোচনা পরিত্যাগ করিয়া কেবল দুষ্কৰ্ম্ম পরায়ণ হইয়াছে। একদ। আমাকে দেখিয়া আমার পাণিগ্রহণের অভিলাষ প্রকাশ করিয়াছে । কিন্তু আমি ক্ষণকালের নিমিত্তও তাহার প্রতি অন্তরক্ত নহি । তোমাকে যে দিন দেখিয়াছি সেই দিনই তোমাতে প্রাণ ও মন সমর্পণ করিয়াছি । দুরাচার দারুবৰ্মা পাছে আমার প্রতি বলপ্রকাশ করে, এই ভয়ে এরূপ ভাবিত হইয়াছি। যদি তুমি ইহার কোন সদুপায় করিতে পার, তাহা হইলে মনোরথ পুর্ণ হয় । অামি বলিলাম অবলে ! দুরাচীর দারুবৰ্ম্মীর বিনাশের এক উত্তম উপায় স্থির করিয়াছি । আমার প্রতি যে তোমার এইরূপ প্রণয়প্রবৃত্তি হইয়াছে, বিশ্বস্ত সৰ্থীজন দ্বারা অগ্রে ইহা তোমার পিতা মাতার গোচর কর । র্তাহারা আমার কুল শীল বয়ে রূপ দর্শনে অবশ্যই সন্তুষ্ট ও সম্মত হইবেন সন্দেহ নাই। পরে আত্মীয় স্বজন ও প্রতিবাসীগণ এবং তাবৎ পুরজনের নিকট এই কথা প্রচার করিয়া দাও, যে “বালচন্দ্রিক ভূতাৰিষ্ট হইয়াছে, যদি কোন ব্যক্তি ইহাকে ভূতের হস্ত হইতে মুক্ত করিতে পারেন, তাহার সহিত ইহার বিবাহ হইবেক । দারুবৰ্ম্ম এই ভূতাবেশের কথা শুনিয়া যদি ক্ষান্ত হয়, ভালই । কিন্তু সে দুরাচার ক্ষান্ত হইবার নয় । অবশ্যই তোমাকে আপন অলয়ে লইয়া গিয়া ভূতাবেশ শান্তির চেষ্টা করিবেক। তাহ হইলে তুমি আমাকে গোপনে সংবাদ দিও । আমি তোমার সহচনী রূপ ধারণ করিয়া তোমার সঙ্গে তাহার ভবনে গমন করিব । পরে যাহা হয় দেখিতে পাইবে । Q বালচন্দ্রিক আমার এই বচন শ্রবণে পুলকিত হইয়া, বারম্বার আমার দিকে সতৃষ্ণ নয়নে দৃষ্টিপাত করিতে করিতে প্রস্থান করিলেন । আমিও বাটা আসিলাম । কিছু দিন পরে বালচন্দ্রি কা দৃতী দ্বারা আমার নিকট এই কথা বলিয়া পাঠাইলেন, যে “তুমি জামাত হইবে শুনিয়া পিতা মাত পরম সন্তুষ্ট হইয়াছেন। আর আমার ভূতাবেশের কথা প্রচার হওয়াতে দারুবৰ্ম্ম ভগ্নোৎসাহ