পাতা:দশকুমার.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Re দশকুমার হয় নাই, প্রত্যুত আমাকে আপন ভবনে লইয়া গিয়া ভূতাবেশ শান্তির চেষ্টা করিবেক, স্থির করিয়াছে। অদ্য প্রদোষে তাহার আবাসে যাওয়া হইবেক ,, । আমি দুর্তীমুখে সংবাদ পাইয়া স্ত্রীবেশধারী হইলাম। সমস্ত অঙ্গে এপ্রকার নৈপুণ্যে বসনভূষণ বিন্যাস করিলাম, যে, নিত্যসঙ্গী ব্যক্তিরাও আমাকে দেখিয়া পুরুষ বলিয়া সন্দেহও করিতে পরিলেন না । অনন্তর যানারোহণে বালচন্দ্রিকার ভবনে গমন করিলাম । পরে প্রদোষ কালে তাহার সহচরী হইয়া দারুবৰ্ম্মার গৃহে যাত্রা করিলাম। বালচন্দ্রিকার ভূতাবেশের কথা নগর মধ্যে অত্যন্ত প্রচার হইয়াছিল। ভূতাবেশ শান্তির কথা শুনয়। অপর সাধারণ তাবৎ ব্যক্তিই কৌতুকাৰিষ্ট হইয়া আমাদের সঙ্গে সঙ্গে দারুবর্শার দ্বারে উপস্থিত হইল। আমরা দুজনে দারুবৰ্ম্মার গৃহে প্রবিষ্ট হইলাম। দারুবৰ্ম্ম বালচন্দ্রিকাকে দেখিয়া একবারে উন্মত্ত হইয়া উঠিল, ভুতাবেশের কথা বিস্মৃত হইয় তাহাকে নির্জন গৃহে লইয়া চলিল। আমিও সঙ্গে সঙ্গে চলিলাম । অনন্তর আমি গৃহ প্রবেশ করিয়াই, তাহার গলদেশ গ্রহণ পূর্বক একবারে ভূতলশায়ী করিলাম এবং প্রচণ্ড প্রহারে ক্ষণকাল মধ্যেই তাহার প্রাণ সংহার করিলাম। তাহার পর, বিশৃঙ্খল বসন ভূষণ যথাস্থানে বিনিবেশিত করিয়া, ভবনাঙ্গনে আসিয়া এই ৰলিয়৷ চীৎকার করিতে লাগিলাম “ কুমার দারুবৰ্ম্মাকে যক্ষে সংহার করিল, তোমরা কে আছে, শীঘ্ৰ আসিয়া রক্ষা কর , । স্বারস্থ লোকেরা আমার চীৎকার শুনিয়া হাহা শব্দে দ্রুতপদে ভবন প্রবেশ করিল। বলিতে লাগিল হা! দারুবৰ্ম্মার কি দুৰ্ম্মতি, বালচন্দ্রিকার ভূতাবেশের কথা জানিয়া শুনিয়াও কেন এমন কুকৰ্ম্ম করিলেন, আপন দোষেই আপনি প্রাণ হারাইলেন । লোকে এইরূপ কলরব করিতে লাগিল । আমি সেই অবসরে প্রিয়তম। লইয়া প্রস্থান করিলাম । কিছুদিন পরে বালচন্ত্রিকার পিতা সর্বসমক্ষে সম্মান পুৰ্ব্বক অামাকে অস্থিান করিয়া কন্যা দান করিলেন । তদবধি আমি সেই