পাতা:দশকুমার.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বপীঠিকা। २» মনোহারিণী কামিনী লইয়া পরম সুখে কাল যাপন করিতেছি । সম্প্রতি জ্যোতিজ্ঞ। বন্ধুপালের পরামর্শে এখানে আসিয়া আপনকণর চরণারবিন্দ সন্দর্শন পাইলাম । রাজবাহন পুষ্পোন্তবের বিবরণ শুনিয় তাহার সাহসের যথেষ্ট প্রশংসা করিলেন এবং তাহাকে আপনার ও সোমদত্তের বৃত্তান্ত কহিলেন । পরে সোমদত্তকে বলিলেন, তুমি মহাকালেস্বরের পুজা সমাপনপূর্বক প্রিয়তাকে গৃহে রাখিয়া আইস, আমি এক্ষণে পুষ্পোন্তবের ভবনে গমন করিতেছি। এই বলিয়া পুষ্পোস্তবের সমভিব্যাহারে উজ্জয়িনী রাজধানী অবন্তী নগরে প্রবেশ করিলেন। পুষ্পোস্তব কেবল বঙ্কপালপ্রভৃতি কতিপয় বিশ্বস্ত বন্ধুর নিকট রাজবাহনের যথার্থ পরিচয় দিলেন । তাহারা পরিচয় পাইয়া কৃতীর্থস্মন্য হইলেন এবং রাজবাহনের রাজযোগ্য সেবা করিতে লাগিলেন। কিন্তু রাজবাহন, বন্ধুপাল প্রভৃতি কতিপয় ভিন্ন আর সমুদায় লোকের নিকট, আপন পরিচয় গোপন রাখিয়া, ব্রাহ্মণ বলিয়া পরিচয় দিলেন । রাজবাহন এই রূপে ছদ্মবেশে অবন্তী নগরে অবস্থিতি করিতে লাগিলেন । পঞ্চম উচ্ছসি। অবন্তিসুন্দরীর পরিণয় । রাজবাহন অবন্তী নগরে অবস্থিতি করিতেছেন, বসন্ত কাল উপস্থিত হইল । দক্ষিণ পবনে বিরহি জন হৃদয়ে মদন নিল উদ্দীপিত করিতে লাগিল। কোকিল কলরবে দিক সকল বাচাল হইয়া উঠিল। মানবতী যুবতীর মান সমুলে উন্মলন হইল। এক দিন মালবরাজনন্দিনী অবস্তিসুন্দরী বিহার বাসনায়, প্রিয়সর্থী বালচন্দ্রিক ও পুরসুন্দরীগণ সমভিব্য হারে নগরের প্রান্তবত্তী সুশোভন উপবনে উপস্থিত হইলেন । উপস্থিত হইয়া, সুরম্য সরোবর তীরে সুশীতল রসাল তরুতলে কুসুম চন্দনাদি নানাবিধ সামগ্ৰী সমাধান করিয়া মনোক্তৰ পুজায় মনোনিবেশ করিলেন।