পাতা:দশকুমার.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૭ দশকুমার ভবের প্রিয়ভম এবং সেই মৃগনয়নায় প্রাণসম, তোমারই যত্ন ও তোমারই কৌশল এ বিষয়ের উপায় হইতে পরিবেক। আমি মনে করিয়াছি, দুই তিন দিনের মধ্যেই তাহার নিকট যাইবার সুযোগ করিব, তুমি সংবাদ দিয়া তাহাকে কিঞ্চিৎ সুস্থ কর। বালচজিক কুমারের প্রেমাভিষিক্ত বচন শুনিয়া সন্তুষ্টমনে রাজকন্যাসন্নিধানে প্রস্থান করিল। রাজবাহন অবস্তিসুন্দরীর পত্র পাঠ করিয়া নিতান্ত অধীর হইয়া উঠিলেন। তখন আর গৃহে থাকিতে নপারিয়া বিরহবেদন বিনোদনের নিমিত্ত, যেখানে প্রিয়তমার সহিত সাক্ষাৎ হইয়াছিল সেই উদ্যানপ্রদেশে পুষ্পোন্তবের সহিত গমন করিলেন। গমন করিয়া, একবার রাজদুহিতার চরণ চিহ্নিত সিকতাময় প্রদেশে, একবার মাধবীলতা মণ্ডপে, ভ্রমণ করিতে লাগিলেন। কুত্রাপি জুস্থির হইতে পারিলেন না । এই রূপে রাজবাহন বিরহ যন্ত্রণায় অস্থির হইয়া ইতস্ততঃ ভ্ৰমণ করিতেছেন এমন সময়, মণিকুণ্ডলধারী বিচিত্র বসন পরিধান এক ব্রাহ্মণ, মুণ্ডিতমস্তক কতগুলি শিষ্য সমভিব্যাহারে ষদ্বচ্ছাক্রমে আসিয়া উপস্থিত হইলেন । তিনি রাজবাহনের অলৌকিক সৌন্দর্য দর্শনে চমৎকৃত হইয়া এক দুষ্টে নিরীক্ষণ করিতে লাগিলেন। কুমার সমাদর করিয়া জিজ্ঞাসিলেন আপনকার নামকি,কি ব্যবসায় করিয়া থাকেন, কোথা হইতে আসিতেছেন, এস্থানে আগমনের প্রয়োজনই বা কি, শুনিতে ইচ্ছা করি । ব্রাহ্মণ কহিলেন আমার নাম বিদ্যেশ্বর, আমি ইন্দ্র জাল বিদ্যা ব্যবসায়ী, নানা দেশ ভ্রমণ করিয়া অদ্য উজ্জয়িনী নগরে উপস্থিত হইয়াছি । এক্ষণে আপনকার সহিত সাক্ষাৎ করিতে আসিলাম। আপনকার বিষয় ভাৰ দেখিয়া, কারণ জানিতে অভিলাষ হইতেছে । যদি প্রতিবন্ধক না থাকে, বলুন । পুম্পোন্তৰ, ইন্দ্রজাল দ্বারা আপনাদের কার্য সিদ্ধির সন্তাবন করিয়া কহিলেন মহাশয়! আলাপ পরিচয় দ্বারাই সাধুদিগের সখ্যভাব হইয়া থাকে, বিশেষতঃ আপনি মিষ্টভাষী, আপনকার