পাতা:দশকুমার.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** ब~ कूभाब्र ইত্যাদি বিবিধ অপরূপ দর্শনে রাজা বিস্ময়াপল্প হইয়াছেন দেখিয়া ৰিদ্যেশ্বর বলিলেন মহারাজ ! এক্ষণে অাপনকার শুভস্থচৰ কোন প্রয়োগ করা আবশ্যক। আমি মনে করিয়াছি সৰ্ব্বগুণ সম্পন্ন এক রাজনন্দনের সহিত রাজকন্যা অবস্তিসুন্দরীর ৰিবাহ ৰিধান করি, আপনকার কি অনুমতি হয় ? রাজা কৌতুক দর্শনার্থ সম্মতি দিলেন । রাজবাহন পুৰ্ব্ব সঙ্কেতাম্বুসারে তথায় উপস্থিত ছিলেন, বিদ্যেশ্বর তাহাকে সমাদর পুৰ্ব্বক আসনে বসাইলেন। রাজদুহিত পুর্বেই সখী মুখে সমুদয় বৃত্তান্ত অবগত্ত হইয়াছিলেন । বিদ্যেশ্বর শিষ্যগণ দ্বারা তাহাকে বাহিরে জানাইলেন । আনাইয়া সভামধ্যে সৰ্ব্বজন সমক্ষে আপনারাই পুরোহিত হইয়া অগ্নি সাক্ষী করিয়া, যথা বিধি মন্ত্র তন্ত্র উচ্চারণ পুৰ্ব্বক রাজবাহনের সহিত রাজ নন্দিনীর ৰিবাহ বিধান করিলেন । সভাস্থ দর্শকগণ ইন্দ্রজাল মনে করিল, বাস্তবিক বিৰাহই নির্বাহ হইল। মালৰরাজ এই অদ্ভূত ব্যাপার দেখিয়া সাতিশয় হৃষ্ট হইলেন, এবং ৰিদ্যেশ্বরকে যথোচিত পারিতোষিক প্রদান করিয়া বিদায় করিলেন । কন্যা কুমারে পরমানন্দ-সাগরে মগ্ন হইয়। কন্যান্তঃপুরে প্রবেশ করিলেন। রাজবাহন এই রূপে মনোরথ সিদ্ধি করিয়া, মধুর বচনে হরিণলোচনার লজ্জা বিমোচন করিলেন। পরে উপহার মুখচন্দ্রনিঃস্থত ৰচনামৃত পান করিবার বাসনায়, অতি বিচিত্র চতুদশ ভূবন বৃত্তান্ত শ্রবণ করাইলেন । পুৰ্ব্বপীঠিক সমাপ্ত ।