পাতা:দশকুমার.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্রমণিকা । \ot হস্তীর উপরেই পরস্পর অলিঙ্গনাদি হইল । অনন্তর অপহীৱবর্ণ নানা জাতীয় অস্ত্র প্রয়োগ দ্বারা মহাবল পরাক্রান্ত শত্রুপ"ক্ষীয় যোদ্ধাগণকে বিনাশ করিতে লাগিলেন। পরক্ষণেই দেখিতে পাইলেন, সিংহবৰ্ম্মার সাহায্যার্থ সমাগত ভূপতিগণ চতুদিক হইতে সসৈন্য আসিয়া শত্রু সৈন্য সংহার করিতেছেন। অনন্তর আকর্ণ-নয়ন বিশাল-বক্ষ পটাম্বর-পরিধান গৌরবর্ণ এক পুরুষ, হস্তী আরোহণে রাজবাহনের নিকটবৰ্ত্তী হইলেন । তিনি পুৰ্ব্বে অপহীরবর্শার নিকট রাজবাহনের যে রূপ বর্ণনা শুনিয়াছিলেন এক্ষণে তাহাকে দেখিয়া, ইনিই সেই দেব রাজবtহন, নিশ্চয় করিয়া, আঞ্চলি বন্ধন পুৰ্ব্বক প্রণাম করিলেন। পরে অপহীরবর্শার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন মিত্র ! তোমার আদেশানুসারে অামি, অঙ্গরাজের সাহায্যার্থ সমাগত রাজগণকে একত্রিত করিয়া আনিয়াছি, শক্র সৈন্য সমুদায় ছিন্ন ভিন্ন হইয়াছে। এক্ষণে কি অহুমতি হয় । অপহীরবর্শা মিত্র দর্শনে পরমানন্দিত হইয়া রাজবাহনকে বলিলেন দেব ! দৃষ্টি প্রদান দ্বারা এই আজ্ঞাকরকে অমৃগৃহীত করুন । ইনি আমার পরম মিত্র, ইহার নাম ধনমিত্র । যদি অস্থমতি করেন, ইনি অঙ্গরাজের বন্ধন মোচন করিয়া দিয়া এবং শক্ৰ দিগের ধন সম্পত্তি সমস্ত সংগ্ৰহ করিয়া আপনকার নিকট আসেন। আর যদি আপনকার অভিরুচি হয়, আপনি, এই সমস্ত সমাগত মিত্র রাজগণের সহিত একত্র উপবেশন পুৰ্ব্বক ক্ষণকাল বিশ্রাম করুন । রাজবাহন অপহীরবর্মীর প্রস্তাবে সম্মত হইলেন, ং নগরের বহির্ভাগে গমন করিয়া গঙ্গা তটবৰ্ত্তী এক প্রকাণ্ড বটবৃক্ষের সুশীতল ছায়ায় হস্তী হইতে অবরোহণ করিলেন । অপহীরবর্ম অগ্রেই অবরোহণ করিয়া, ভাগীরথী তীরে তাহার উপবেশনার্থ স্বয়ং স্থান পরিষ্কার পূর্বক আসনাদি বিন্যাস করিয়া দিলেন । তথায় গঙ্গাতরঙ্গ সম্পর্কে সুশীতল মন্দমন্দ সুগন্ধ বায়ুসঞ্চার হইতে ছিল। রাজবাহন প্রান্তি দুর করণার্থ মুখোপৰিষ্ট হইলেন ।