পাতা:দশকুমার.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NGy দশকুমার একবারেই বন্ধ হইয়া গিয়াছে। আহারাভাবে পরিবার বর্গের দিনপাত করা কঠিন হইয়া উঠিয়াছে । পরিবারের দুরবস্থা দেখিয়া আমি ইহাকে বলিলাম, উপার্জন চেষ্টা পরাজু,খ হইয়। কেবল এক ব্যক্তিতে আসক্ত থাকা বেশ্য জাতির রীতি নহে, তুমি এ দুৰ্ম্মতি পরিত্যাগ কর । এই বলিয়া আমি ইহাকে নিষেধ করিয়াছিলাম,তজ্জন্য আমার প্রতি কুপিত হইয় গৃহবাস পরিত্যাগ করিয়া বনবাসীর্থ বহির্গত হইয়াছে। এই কন্যা ব্যতিরেকে অামাদের দিন পাতের অন্য উপায় নাই। এ যদি যথার্থই বনবাস করে তাহা হইলে আপনকার সমক্ষেই আমরা অনশন দ্বারা প্ৰাণ পরিত্যাগ করিব । এই বলিয়। গণিকার মাতা রোদন করিতে লাগিল । মরীচি মহর্ষি কামমঞ্জরীকে বলিলেন হে কোমলাঙ্গি ! বনবাসে বহুতর ক্লেশ ভোগ করিতে হয়। তোমার যেরূপ শরীর, বনবাস ক্লেশ কোন রূপেই সহ করিতে পারিবে না । জননীর মতানুসারিণী হইয়া সংসারাশ্রমে সুখে অবস্থিতি কর । গণিকা মহর্ষির বচনে বিষন্ন হইয়া বলিল আমি আপনকার চরণযুগলে আশ্রয় লইয়াছি, যদি আশ্রয় না দেন, এই দণ্ডেই অগ্নিকুণ্ডের অtশ্রয় লইব । এই বলিয়া গণিকা বিষন্নবদনে দণ্ডায়মান রহিল । ভগবান মরীচি তাহার বিষন্ন ভাব দর্শনে দয়াড্র হইয়া, তাহার মাতাকে বলিলেন তোমরা এক্ষণে কন্যাকে এখানে রাখিয়া গৃহে গমন কর । এই কোমলাঙ্গী সৰ্ব্বদা সুখ ভোগেই কাল যাপন করিয়া আসিয়াছে, দুঃখ কাহাকে বলে,জানেও না । কিছু দিন বনবাস দুঃখ অনুভব করিলে স্বয়ংই গৃহগমনে ব্যগ্র হইবেক । গণিকার মাত মুনিবরের এইরূপ অনুগ্রহ বাক্যে আঙ্কলাদিত হইয়া কামমঞ্জরীকে মুনির আশ্রমে রাখিয়া গৃহ প্রস্থান করিল। কামমঞ্চরী মরীচির অংশ্রমে অবস্থিতি করিয়া অত্যন্ত ভক্তি সহকারে তাহার সেবা করিতে লাগিল । আপন শরীর সংস্কার ও বেশ বিন্যাসে হতাদর হইল। প্রতিদিন প্রত্যুষে গাত্রোথনি করিয়া অপুৰ্ব্ব ধৌত বস্ত্র পরিধান পুৰ্ব্বক শুদ্ধ বেশে মুনির পুজার আয়োজন করিয়া দিতে লাগিল । কখন কখন ধৰ্ম্ম অর্থ