পাতা:দশকুমার.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপহারবার্ম চরিত । S? পরিবেষ্টিত হইয়া আমোদ প্রমোদ করিতে ছিলেন । মরীচি মহর্ষির সহিত কামমঞ্জরীকে সমাগত দেখিয়া সহাস্য বদনে সম্বর্জন করিয়া বসিতে আদেশ করিলেন। কামমঙ্করী স্মিত বদনে ভূপতি চরণে প্রণাম করিয়া মহর্ষির সহিত একাসনে উপবিষ্ট হইল। অনন্তর পরম সুন্দরী এক বীরাঙ্গনা সেই সভামধ্যে দণ্ডায়মান হইয়া রাজার নিকটে করপুটে নিবেদন করিল মহারাজ ! কামমগুরীর নিকট আমি পরাজিত হইয়াছি, আজি অবধি আমি ইহার অণজ্ঞাকারিণী হইলাম । সভাস্থ সমস্ত লোক মরীচি মহর্ষির এই দুদশা দর্শনে বিস্ময়াপন্ন হইয়া এবং কামমঞ্জরীর বশীকরণ সামর্থ্যে সন্তুষ্ট হইয়া কোলাহল করিয়া উঠিল । রাজা কামমঃরীর প্রতি প্রীত হইয়া অনুগ্রহ চিহ্ন স্বরূপ বহুমুল্য বসন जूष१ পারিতোষিক দিয়া বিদায় করিলেন । কামমঞ্জরী রাজার নিকট বিদায় হইয়া মুনি সমভিব্যাহারে সভা হইতে বহির্গত হইল। পথি মধ্যেই মুনিকে বলিল ভগবন। অাপনকার নিকট অঞ্জলি করিয়া বলিতেছি, আপনি এই দাসীর প্রতি বিস্তর অনুগ্রহ প্রকাশ করিয়াছেন, এক্ষণে তপোবনে গিয়া আপন ধৰ্ম্ম কৰ্ম্ম অনুষ্ঠান করুন। মহর্ষি, বেশ্যার প্রতি নিতান্ত আসক্ত হইয়াছিলেন, তাহার যুখে এই রূপ নিষ্ঠর বচন শ্রবণ করিয়া একবারে বজাহতের ন্যায় হইলেন এবং উন্মত্তের ন্যায় বলিতে লাগিলেন প্রিয়ে! এ কি, কেন এমন ঔদাসীন্য অবলম্বন করিলে, তোমার সেই অনুরাগ এখন কোথায় গেল ? কামমঞ্জরী সহাস্য বদনে বলিতে লাগিল, ভগবন্‌ ! আজি সভামধ্যে যে রমণী আমার নিকট পরাজয় স্বীকার করিল, একদা উহার সহিত আমার বিবাদ উপস্থিত হইয়াছিল । তৎকালে ঐ নারী আমাকে এই বলিয়া তিরস্কার করে “ তুই যেন মরীচি মুনিকে বশীভুত করিয়া আনিয়াছিস্ এইরূপ অহঙ্কার করিতেছি । আমি বলিয়াছিলাম, মনে করিলে অবশ্যই তাহাকে বশ করিয়া আপন আগবাসে অানিতে পারি। ঐ রমণী প্রতিজ্ঞ করিয়াছিল, তাহা হইলে চিরকাল আমার দাসী হইয়া থাকিবেক । এক্ষণে আপনকার অন্থগ্রহে আমি vე