পাতা:দশকুমার.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 দশকুমার করিলাম। ক্রমশঃ আমার গৃহ গৃহসামগ্রী ও দাস দাসীগণ, অধিক কি, আপন প্রাণ পর্যন্তও, তাহার অধীন করিয়া রাখিলাম। কিন্তু সেই কল্পিত-প্রণয়বতী ধূৰ্ত্ত বারযুবতী অল্প দিন মধ্যেই আমার সৰ্ব্বস্ব হস্তগত করিয়া লইল, এবং আমাকে নিতান্ত নিঃস্ব ও নিরালম্ব করিয়া এই বেশে বাট হইতে বিদায় করিয়া দিল। তখন আমাকে তাবৎ লোকে উপহাস ও অবজ্ঞা করিতে লাগিল । পুরবামীদিগের ধিক্কার অার সহ করিতে না পারিয়া,সংসারের বাসন অগত্য পরিভ্যাগ করিলাম, এবং এই আশ্রমে আসিয়া অাশয় লইলাম । এই স্থানে এক মুনি করুণা করিয়া অামাকে মুক্তি পথের উপদেশ প্রদান করিলেন । তাহার সেই সদুপদেশ শ্রবণ করিলাম বটে, কিন্তু তদ্বারা আমার অজ্ঞানান্ধকার দূরীকৃত হইল না। মধ্যে মধ্যে এক এক বার সংসার স্মরণ হওয়াতে, শোকে হৃদয় ৰিদীর্ণ হইতে লাগিল । কতই মনে হইতে লাগিল, যে আমি সেই অসীম ঐশ্বৰ্য্যের ঈশ্বর হইয়া অনায়াসলভ্য নানাবিধ সুখসেবা দ্রব্যজাত উপভোগ করিয়া সুখে কাল যাপন করিতাম, সেই আমি এক্ষণে এই অনাসন্ন স্থানে স্কুৎপিপাসাদি দুঃখে অবসন্ন হইয়া চতুৰ্দ্দিক শূন্যময় দেখিতেছি। যে আমি সেই স্বৰ্গ তুল্য ভৰনে অপুৰ্ব্ব শয্যায় শয়ন করিয়া শত শত কামিনী সঙ্গে পরম সুখে যামিনী যাপন করিতাম, সেই আমি এক্ষণে এই অনাবৃত্ত ও অপরিস্কৃত প্রদেশে ভূমি শয্যায় শয়ন করিয়া শৃগালীগণ বেষ্টিত হইয়া অতি কষ্টে রাত্রি প্রভাত করিতেছি। হায় ! সেই পাপীয়সী বেশ্যই আমার সর্বনাশ করিয়া, আমাকে এই রূপ দুরস্বস্থা গ্রস্ত করিয়াছে । এই বলিয়া সেই মুগ্ধ তাপস, দুঃখ সমুদ্রের প্রবাহের ন্যায় অঞ্জজল মোচন করিতে লাগিল । তাহাকে দেখিয়া আমার অত্যন্ত দয়া উপস্থিত হইল। বলিলাম, তুমি নিতান্ত দুৰ্ব্বদ্ধি ও নিতান্ত মুর্তাগ্য, তন্নিমিত্তই তুমি বেশ্যাতে অত্যন্ত আসক্ত হইয়াছিলে । ৰেশ্যাগণ কেবল স্বার্থপরায়ণ। তাহারা ধনবানু পুরুষের প্রতি