পাতা:দশকুমার.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপহারবর্ঘ্য চরিত। Ꭶ☾ কপট প্রণয় প্রকাশ করিয়া, ক্রমশঃ তাহার সর্বস্ব হরণ করিয়া লয়, একবারও তাহার মঙ্গলের প্রতি দৃষ্টিপাত করে না। বেশ্যার অতিশয় নিদর, নিতান্ত কৃতযু। যে পুরুষ তাহাদিগকে সমুদায় সম্পত্তি সমর্পণ করিয়া আপনাকে তাহীদের আজাকুবৰ্ত্তা করিয়া রাখে, নিৰ্দ্ধন হইলে তাহাকেও নিষ্ঠর বেশ্যার অনায়াসে নিৰ্ব্বাসম করিয়া দেয়। বেশ্য সংসর্গের দোষের কথা কি কহিব, যে সকল ভদ্র সন্তান বেশ্যাতে নিতান্ত আসক্ত হয়, তাহীদের আর লোকসমাজে লজ্জা থাকে না, স্ত্রীপুত্রাদি পরিবার বর্গের প্রতি পূৰ্ব্বৰৎ সুেহ থাকে না, কর্তব্যাকৰ্ত্তব্য ও সদসং বিবেচনা এককালেই অন্তহিত হয় । ফলতঃ তাহারা এমত হতবুদ্ধি ও এমত অবিবেচক হইয় উঠে, যে, যদি কোন আত্মীয় ব্যক্তি বেশ্যাবৃত্তির অশেষবিধ দোষ দর্শাইয়া, তাহা হইতে তাহাকে নিবৃত্ত হইতে উপদেশ দেয়, তাহার সেই সছুপদেশ গ্রহণ করা দুরে থাকুক, প্রত্যুত বিরক্তই হইয় উঠে। যাহাহউক, যাহা হইয়াছে এক্ষণে অার তাহ ভাবিয়া কি হইবে । তুমি আর কিছু দিন ক্লেশ সহ করিয়া এই স্থানে অবস্থিতি কর, যাহাতে সেই পাপীয়সী বেশ্য স্বয়ং আসিয়া তোমার সমুদায় সম্পত্তি প্রত্যপণ করে আমি তদ্বিষয়ে বিশেষ যত্ন করিব, তাহার অনেক উপায় অাছে। আমি সেই মুগ্ধ তাপসকে এই প্রকার অশ্বাস প্রদান করিয়া চম্পানগর প্রবেশ করিলাম। প্রবেশ মাত্রেই তত্ৰত্য লোক মুখে শুনিলাম, কতগুলা লুব্ধ তস্কর ও দস্তু্যদলে ঐ পুরী পরিপূর্ণ। তাহারা প্রতি নিয়তই দস্থ্যবৃত্তি করিয়া পুরবাসী দিগের সর্বস্বাস্ত করিয়াছে এবং সেই ধনে আপনার সাতিশয় ধনবান হইয়াছে। ঐ নগরকণ্টক পাপিষ্ঠ দিগকে তাদৃশ দুষ্পবৃত্তি হইতে নিবৃত্ত করিবার নিমিত্ত,আমি প্রথমতঃ ঐ নগরে তস্কর বৃত্তি অবলম্বন করিবার মানস করিলাম। বিবেচনা করিলাম, ঐ দুস্থ্যবর্গের গৃহে চৌৰ্য্য করিয়া তাহাদিগের চৌর্যোপার্জিত অর্থ সম্পত্তি সমুদায় অপহরণ করিতে পারিলে, তাহারা অবশ্যই জানিতে ও বুঝিতে