পাতা:দশকুমার.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপহরবর্ণ চরিত । 8:సి পারেন। এক্ষণে তুমি এই স্থানেই অবস্থান কর, কল্য তোমার স্বামীকে অগ্নিসাৎ করিয়া দিব । ইহা বলিয়া প্রহরী সৈন্য প্রস্থান করিল। আমি গাত্রোথান করিয়া সেই কামিনীকে ধনমিত্রের নিকট লইয়া গিয়া বলিলাম আমি এক তস্কর, এই ঘোর নিশীথে রাজপথে যাইতে ছিলাম। এই কামিনী তোমার প্রতিই একান্তচিত্ত হইয়া একাকিনী আসিতেছিলেন । আমি পথিমধ্যে সহায় হইয়া তোমার নিকট পহুছিয়া দিলাম । ইহার এই অলঙ্কার গুলি গ্রহণ কর । এই বলিয়া, পতিব্রতার অপিত ভূষণ-ভাণ্ড ধনমিত্রের হস্তে অপর্ণ করিলাম । ধনমিত্ৰ অলঙ্কারগুলি দর্শন করিয়া ভক্তি, হর্ষ ও সন্ত্রম সহকারে অামাকে বলিলেন আর্য ! আজি তোমা হইতেই আমি প্রিয়তমা প্রাপ্ত হইলান। সাধুত যার নাম, ঔদার্ঘ্য যার নাম, ও অলোভ যার নাম, আজি তোম৷ হইতেই তাহার উদ্ভাবন হইল। তুমি যে উপকার করিলে, কি প্রত্যুপকার করিয়া আমি এ ঋণ হইতে মুক্ত হইব । যদি শরীর প্রদান করি, তাহাও হইতে পারে না । আজি প্রিয়াকে না পাইলে আমি প্রাণ ধারণ করিতে পারিতাম না, এক্ষণে আমার প্রাণদান করিয়া তুমিই এই শরীরের অধিকারী হইয়াছ, সুতরাং এই শরীর দীনে আমার আর অধিকার নাই। অতএব ইহাই কেবল নিবেদন, আজি অবধি তুমি এ দাস জনকে ক্রয় করিয়া রাখিলে, চিরকাল প্রতিপালন করিতে হইবে। এই বলিয়া ধনমিত্র আমার পদতলে পতিত হইলেন । আমি তাহাকে তুলিয়া আলিঙ্গন করিয়া কহিলাম ভদ্র । আমার প্রত্যুপকার চিন্তায় প্রয়োজন নই, তুমি নিশ্চিন্ত হইলে কি না বল । তিনি বলিলেন নিশ্চিন্ত হইবার বিষয় কি, এই নারীর পিতা মাতার অনুমতি ব্যতিরেকে ইহাকে বিবাহ করিয়া এ দেশে থাকিলে, প্রাণ রক্ষা কর। কঠিন হইবে । অতএব এই রাত্রেই এ দেশ ত্যাগ করিতে ইচ্ছা করিতেছি । এক্ষণে তোমার আজ্ঞাই প্রমাণ । আমি বলিলাম, এ রূপ রূপবতী যুবতী সমভি