পাতা:দশকুমার.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(o e দশকুমার ব্যাহারে লইয়া বিদেশে গমন করিতে হইলে পথিমধ্যে নানা বিস্তু ঘটিবার বিলক্ষণ সম্ভাবনা। বিশেষতঃ, বুদ্ধিমান লোকের একপে দেশত্যাগ করেন না, করিলে বুদ্ধিমত্ত ও মহত্ত্বের হানি হয়। যদি এই স্ত্রীর সহিত এই দেশেই নিষ্কণ্টকে বাস করা যায়, তাহ হইলেই বুদ্ধিমানের কৰ্ম্ম করা হয়। অতএব চল, ইহাকে ইহার আপন ভবনেই রাখিয়া আসি । ধনমিত্র আমার এই প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হইলেন । এবং তৎক্ষণেই আমরা উভয়ে সেই কন্যাকে লইয়। তাহার গৃহে উপস্থিত হইলাম। তথায় সেই কুমারীকে চর করিয়া সমস্ত সম্পত্তি অপহরণ করিলাম। মৃৎপাত্র মাত্র অবশিষ্ট রহিল। তথা হইতে বহির্গত হইয়া, চোরিত দ্রব্য জাত এক নির্জন স্থানে লুকাইয়। রাখিলাম। অনন্তর উভয়ে রাজপথে গমন করিতেছি, হঠাৎ কতগুলা প্রহরী পুরুষের সম্মুখে পতিত হইলাম। তখন কি করি, পথপ্রান্তে একটা হস্তী শয়ন করিয়াছিল তাহীর পুচ্ছ অবলম্বন করিয়া তৎপৃষ্ঠে আরোহণ করিলাম। এবং তাহার স্কন্ধদেশে পদাঘাত পুৰ্ব্বক সঙ্কেত করাতে, সেই মত্ত হস্তী গাত্রোথন করিয়া শুণ্ডাঘাত ও দন্ত প্রহর দ্বারা তাবৎ প্রহরীকেই সই হার করিল। পরে সেই হস্তী দ্বারা সেই রাত্রেই, কুবেরদত্তের মনোনীত বরপত্র অর্থপতির গৃহ দ্বার সমস্ত চূর্ণ করিয়া ফেলিলাম। পশ্চাৎ হস্তীর পৃষ্ঠে যাইতে যাইতে এক পুরাতন উদ্যানে উপনীত হইলাম । তথায় বৃক্ষশাখা অবলম্বন পূর্বক উভয়ে হস্তী পরিত্যাগ করিয়া ক্রনশঃ ভূমে অবতীর্ণ হইলাম। পরে ধনমিত্রের ভবনে গমন করিয়া শয়ন করিয়া থাকিলাম । - অবিলম্বেই উদয় পৰ্ব্বতের পমর:গ শৃঙ্গের ন্যায় স্থৰ্যম গুল গগনমণ্ডলে উদিত হইল । আমরা গাত্রোথন করিয়া নগর ভ্রমণে নির্গত হইলাম। পথিমধ্যে শুনিলাম, পুরবাসিরা বলিতেছে,কি চমংকর । গতরত্রে কি ভৌতিক কাণ্ড উপস্থিত হইয়ছিল । কুবেরদত্তের গৃহ সম্পত্তি সমুদয় অপহরণ করিয়tছ, অর্থপতির গৃহদ্বার সমস্ত চূর্ণ করিয়াছে। বোধ হয়, কুবেরদস্তু অন্যায় বরিয়া