পাতা:দশকুমার.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন সংস্কৃত ভাষায় দশকুমার-চরিত নামে সিদ্ধ এক উৎকৃষ্ট গদা গ্রন্থ আছে । ঐ গ্রন্থ মহামহোপাধ্যায় দণ্ডিপ্রণীত। আমার এক আত্মীয় ঐ গ্রন্থের বাঙ্গলা ভাষায় অহবদ করিতে অনুরোধ করেন । আমি তাহার অস্তুরোধ পরতন্ত্র इकें অনুবাদে প্রবৃত্ত ਤ੍ਰੈ | s সংস্কৃত ও বাঙ্গল উভয় ভাষার তি একরূপ নহে । বাঙ্গলা ভাষায় সংস্কৃতের অবিকল অম্বুবা করা অতিশয় কঠিন। যথাকথঞ্চিৎ অম্বুবাদ করিতে পারিলেও আহ। সকলের হৃদয়ঙ্গম হইবার সম্ভাবনা নাই। আর, সংস্কৃত দকুমারের অনেক স্থলেই অনেক অশ্লীল বর্ণনা ও অশ্লীল শব্দ প্র োগ আছে । সে সকলের অবিকল অনুবাদ করা কোন ক্রমেই যুৰি সিদ্ধ নহে। এই সমস্ত বিবেচনা করিয়৷ আমি দশকুমারের অফিল অনুবাদ করিলাম না। অনুবাদ কালে মূল গ্রন্থের কোন কোন স্থল পরিবর্ত করিয়াছি । এবং বর্ণনাংশ অধিকাংশই পরিত্যা করিয়াছি !